Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসিকে জাগানোর চেষ্টা বৃথা নজরুল ইসলাম খান

প্রকাশের সময় : ২৯ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : নির্বাচনে সহিংসতা, অনিয়ম হচ্ছে জেনেও নির্বাচন কমিশন কিছুই করছে না বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, নির্বাচন কমিশন সব জানাশোনার পরও কিছু করছে না বা করতে পারছে না। কাজেই তাদের জাগানোর চেষ্টা বৃথা। স্থানীয় প্রশাসন যেমন সরকারি দলকে সহযোগিতা করছে, নির্বাচন কমিশনও তেমনি সরকারকে সহযোগিতা করছে।
শনিবার দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে ইসি সচিবালয়ে সাংবাদিকদের নজরুল ইসলাম খান এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচন কমিশনের যে স্বাধীন চরিত্র সেই চরিত্রের সঙ্গে এই আচরণ যায় না। আমরা সেজন্য মনে করি, বরাবর আমরা যেটা বলছি সেটাই সঠিক। সেটা হলো, এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আর এই নির্বাচন কমিশনের অধীনেও কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
নজরুল ইসলাম খান জানান, আজকে ইতোমধ্যে ৬ জন নিহত হয়েছে। ভোট কেন্দ্র দখল, জালভোট, কারচুপি অব্যাহত রয়েছে। এটা ভোটের নামে খেলা হচ্ছে, তামাশা চলছে। সব জেনে-শুনে কোনো ব্যবস্থা নিচ্ছে না ইসি। তারা জেগে ঘুমাচ্ছে। কেউ যদি জেগে ঘুমিয়ে থাকে করার কিছু থাকে না। এখন ইসিকে জানানোর চেষ্টাও বৃথা।
তিনি বলেন, স্থানীয় প্রশাসন সাহায্য করছে ক্ষমতাসীন দলকে; আর দলকে সহায়তা করছে ইসি। আমরা প্রতিবারের মতো এবারও কথা বলেছি সিইসির সঙ্গে, লিখিত অভিযোগ দিই। কিন্তু এসব দিয়েই বা লাভ কী? পরিস্থিতির তো কোনো পরিবর্তন হয় না।
নজরুল জানান, ভোটের অনিয়ম দেশবাসীর কাছে তুলে ধরতেই বারবার ইসির কাছে বিষয়গুলো তুলে ধরা হচ্ছে। ভোটের নামে চলমান অরাজকতার দমন করার দায়িত্ব ইসি ও প্রশাসনের। ইসিও তার ক্ষমতা প্রয়োগ করছে না। ইসি’র অসহায়ত্বের প্রতি আমাদের সহানুভূতি রয়েছে। কিন্তু সাংবিধানিকভাবে তাদের অসহায় হওয়ার বিষয় নয়। প্রমাণ হচ্ছে- এ সরকার ও বর্তমান ইসি’র অধীনে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। দেশবাসী তা দেখছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসিকে জাগানোর চেষ্টা বৃথা নজরুল ইসলাম খান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ