Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জালভোট কমলেও সহিংসতা বেড়েছে-সিইসি

প্রকাশের সময় : ২৯ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপে জালভোট কমেছে তবে সহিংসতা বেড়েছে। নির্বাচনের দিন সংঘর্ষে অনেকেই আহত-নিহত হয়েছেন। শনিবার ইউনিয়ন পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপের ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশন কার্যালয়ে সিইসি কাজী রকিব সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। তিনি বলেন, ৭১৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ভোটকেন্দ্র ছিল ৬ হাজার ৮৮৪টি। এর মধ্যে অনিয়মের কারণে ৫৩টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
সিইসি বলেন, ভোটের আগের রাতে জালভোট দেয়ার একটি ঘটনা ঘটেছে। অনিয়মে জড়িত থাকার কারণে একজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। ভোট কেন্দ্রের আশপাশে প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে শান্তিপূর্ণ ভোট হয়েছে। জোর করে সিল মারার ঘটনাও এবার অনেক কমে এসেছে।
অভিযোগের পরিপ্রেক্ষিতে ৫৩টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করে দেয়া হয়েছে, প্রয়োজনে আরও বন্ধ করে দেয়া হবে। ভোটের সময় যেমন নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক ছিল, ভোটের পরও এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য ব্যবস্থা নেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জালভোট কমলেও সহিংসতা বেড়েছে-সিইসি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ