পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ফিনটেক ইনোভেশন ইন্টারন্যাশনাল ডিএমসিসি প্রস্তাবিত ব্লকচেইন প্রযুক্তি নির্ভর ই-মার্কেটপ্লেস ‘ট্রেড এসেটস’ প্লাটফর্মে অন্তর্ভুক্তির জন্য প্রতিষ্ঠানটির সাথে চুক্তি করেছে এনআরবিসি ব্যাংক লিমিটেড। এনআরবিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি হওয়া এ চুক্তির বিষয়টি শনিবার (২৫ মে) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী খন্দকার রাশেদ মাকসুদ এর উপস্থিতিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের ইন্টারন্যাশনাল বিভাগের প্রধান কবীর আহমেদ ও ফিনটেক ইনোভেশন ইন্টারন্যাশনাল ডিএমসিসির এক্সিকিউটিভ ডিরেক্টর আজিজুন্নেসা হক। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক কাজী মো. তালহা, ভিপি মো. আবু মোশাহীদ, জনসংযোগ বিভাগের প্রধান মো. রুহুল আমিন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।