Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেখ ফজলে ফাহিমের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এফবিসিসিআই’র নব-নির্বাচিত পরিচালনা পরিষদের শ্রদ্ধা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ মে, ২০১৯, ৫:৩২ পিএম

এফবিসিসিআইয়ের নব-নির্বাচিত সভাপতি শেখ ফজলে ফাহিমের নেতৃত্বে এফবিসিসিআইয়ের নব-নির্বাচিত পরিচালনা পরিষদ শুক্রবার (২৪ মে) সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান-এর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান এবং পুস্পস্তবক অর্পণ করেন। সংগঠনের নব-নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি মো. মুনতাকিম আশরাফ এবং সহ-সভাপতি হাসিনা নেওয়াজ, দিলীপ কুমার আগরওয়ালা, মো. সিদ্দিকুর রহমান, মীর নিজাম উদ্দিন আহমেদ ও নিজামুদ্দিন রাজেশ উপস্থিত ছিলেন। চেম্বার ও এসোসিয়েশন গ্রুপের নব-নির্বাচিত পরিচালকবৃন্দও বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান। এফবিসিসিআইয়ের সাধারণ পরিষদ সদস্যবৃন্দও এসময় উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে নব-নির্বাচিত সভাপতি শেখ ফজলে ফাহিম উপস্থিত সাংবাদিকদের কাছে এফবিসিসিআইয়ের বর্তমান পরিষদের এ মুহুর্তের পরিকল্পনাগুলো তুলে ধরেন । এর মধ্যে রয়েছে- অর্থনৈতিক নীতি পরিকল্পন এবং কাঠামো তৈরির লক্ষ্যে এফবিসিসিআই ইকোনমিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করবে, যা বাণিজ্য ও অর্থনীতি বিষয়ে নীতি সহায়তা করবে। এ ইনস্টিটিউটের নলেজ পার্টনার হচ্ছে নীতি পরিকল্পনা ও কাঠামো প্রণয়নের ক্ষেত্রে বিশ্বের নামকরা জ্যাকব এন্ড করডোভা, দেশে মানবসম্পদের বহুমূখী চাহিদা পুরণে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে, ‘এফবিসিসিআই টেকনিক্যাল ও ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট’ প্রতিষ্ঠা করা হয়েছে, যার কার্যক্রম শীগ্রই শুরু হবে, ব্যবসায়িদের ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিরোধ দ্রুত নিস্পত্তির মাধ্যমে ব্যবসা পরিচালনা ব্যয় কমানোর লক্ষ্যে এফবিসিসিআইতে ‘এফবিসিসিআই আরবিট্রেশন সেন্টার’ প্রতিষ্ঠা করা হয়েছে এবং এর কার্যক্রম শুরু হচ্ছে, দেশের তাৎপর্যপূর্ণ অর্থনৈতিক অগ্রযাত্রা এবং চতূর্থ শিল্প বিপ্লবের প্রেক্ষিতে নতুন নতুন উদ্ভাবনের প্রয়োজনে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিতে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে ‘এফবিসিসিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার উদ্যেগ নেওয়া হয়েছে।

এফবিসিসিআই সভাপতি দেশের সকল ব্যবসায়িকে সাথে নিয়ে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। দেশের শিল্প-বাণিজ্যের উন্নয়নে এফবিসিসিআই’র বর্তমান পরিচালনা পরিষদ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে বলে তিনি উল্লেখ করেন। পরে এফবিসিসিআই সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতিবৃন্দ ও পরিচালকবৃন্দ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম জাদুঘরের পরিদর্শন বইতে তাঁর মন্তব্য লেখেন। উল্লেখ্য যে, এফবিসিসিআইয়ের নব-নির্বাচিত পরিচালনা পর্ষদ গত ১৯ মে তারিখে ২০১৯-২০২১ মেয়াদকালের জন্য দায়িত্ব গ্রহণ করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ