Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাড়ি ফেরা হলো না পিয়ার গত ২৪ ঘণ্টায় নিহত আরো ৬

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ মে, ২০১৯, ১২:০৬ এএম


বিকেল ৪টা। বাবার সাথে বাড়ি ফিরছিলেন পিয়া। পাবনা ঈশ্বরদীর বাঁশেরবাদা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন পিয়া। আহত হয়েছেন বাবা আশরাফুল। এছাড়া গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে নিহত হয়েছেন আরো ৬ জন। নিহতের মধ্যে, রাজধানীর খিলগাঁওয়ে ঢাকা কলেজ শিক্ষার্থী, চট্টগ্রামে মোটরসাইকেল আরোহী, নওগাঁর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ব্রাহ্মণবাড়িয়া ট্রাকচাপায় আবৃত্তি শিল্পী ও ঝিনাইদহে দুই মোটরসাইকেল আরোহী। ঈশ্বরদী (পাবনা) : পাবনার ঈশ্বরদীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিয়া (২৩) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় তার বাবা আশরাফুল আহত হয়েছেন। উপজেলার সাহাপুর ইউনিয়নের বাঁশেরবাদা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পিয়া ওই ইউনিয়নের আজ্জলতলা গ্রামের আশরাফুলের মেয়ে। তিনি পাবনা এডওয়ার্ড কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী। তার বাবা আশরাফুলকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছেন। ঢাকা : রাজধানীর খিলগাঁওয়ে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে মেহেদী হাসান (২৬) নামে ঢাকা কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যায় বনশ্রী এলাকার আলরাজী হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর কাভার্ডভ্যানসহ চালককে আটক করেছে পুলিশ।
নিহত মেহেদী পিরোজপুরের জিয়ানগর থানার হোগলাবুনিয়া গ্রামের আব্দুস সোবাহান হাওলাদারের ছেলে। তিনি পড়াশুনার পাশাপাশি পাঠাও’য়ে মোটরসাইকেল চালাতেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া ও নিহতের পরিবার জানায়, বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে আলরাজী হাসপাতালের সামনে একটি কার্ভার্ডভ্যান মেহেদীকে বহনকারী মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়েন। তখন কার্ভার্ডভ্যানটি মেহেদীর মাথার ওপর দিয়ে গেলে তার মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ কার্ভার্ডভ্যানটিসহ চালককে আটক করে। নিহত মেহেদীর লাশ রাত পৌনে ১০টার ঢামেক হাসপাতালের পাঠায় পুলিশ।
চট্টগ্রাম : চট্টগ্রাম নগরের চকবাজারে ট্রাক চাপায় আজিজুল হাকিম সুমন (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে কিশলয় কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুল হাকিম সুমন বায়েজিদ থানার রৌফবাদ পাহাড়িকা আবাসিক এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে।
পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম জানান, একটি দ্রæতগামী ট্রাক মোটরসাইকেল আরোহী আজিজুল হাকিম সুমনকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তিনি আরও জানান, নিহতের লাশ চমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পথচারীরা ট্রাকচালকে আটক করে গণধোলাই দিয়েছে। পরে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।
নওগাঁ : নওগাঁর পোরশায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নজরুল ইসলাম (৫৫) নামে এক প্রধান শিক্ষক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার কালিনগর রাস্তায় ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম উপজেলার মিনা বাজার এলাকার মোস্তাকিমের ছেলে এবং পুরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় শরীফ মুহাম্মদ সাঈম (২৫) নামে এক আবৃত্তি শিল্পী নিহত হয়েছেন। গত বুধবার সদর উপজেলার সুহিলপুর এলাকার কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তিনি জেলা শহরের খৈয়াশার এলাকার মো. শাহজাহানের ছেলে। তিনি স্থানীয় তিতাস আবৃত্তি সংগঠনের সদস্য ছিলেন।
ঝিনাইদহ : ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। গত বুধবার দিকে এ ঘটনা দুইটি ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার কাশিপুর গ্রামের হাফিজ মন্ডলের ছেলে মোজাম্মেল মন্ডল (৬০) ও একই উপজেলার সাধুহাটি গ্রামের মোশাররফ আলীর ছেলে হোসেন আলী (২০)।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাড়ি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ