Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভবন নির্মাণ সামগ্রী প্রদর্শনী আজ শেষ

প্রকাশের সময় : ২৯ মে, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : দর্শনার্থীদের পদচারণায় ছুটির দিনে জমে উঠেছে ভবন নির্মাণ সামগ্রীর প্রদর্শনী। তিন দিন ব্যাপি এই প্রদর্শনীর আজ শেষ দিন। রাজধানীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বসুন্ধরায় চলছে এই ভবন নির্মাণ সামগগ্রীর প্রদর্শনী। অংশ নিয়েছে বাংলাদেশ, ভারত, চীনসহ বিশ্বের ১০টি দেশ।
আয়োজকরা বলছেন, দেশের নির্মাণ শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই প্রদর্শনী। আর দর্শনার্থীদের মত, শুধু রাজধানী কেন্দ্রিক নয়, এরকম প্রদর্শনী হওয়া উচিত সব জেলায়।
টেনসিল মেমব্রেন, ইট-পাথরের মতো কঠিন আর নিরেট কিছু নয়, অনেকটা ফেব্রিকসের মতোই। তবে, অস্থায়ী আবাসন উপকরণ হিসাবে, এই উপাদান ব্যবহার করে, রেস্টুরেন্ট, কার পার্কিং, স্টেডিয়াম কিংবা বাড়ির ছাদসহ তৈরী করা সম্ভব অনেক কিছুই। সুবিধা হলো, টেনসিল মেমব্রেন আগুন নিরোধক এবং সহজেই বহনযোগ্য, এছাড়া দীর্ঘস্থায়ীও।
নির্মাণ সামগ্রীর এমনসব বাহারী উপকরণে সেঁজেছে, দ্বিতীয় বিল্ডিং কন্সট্রাকশন ম্যাটেরিয়াল এক্সপো। প্রদর্শনীতে চীন, ইন্ডিয়াসহ অংশ নিয়েছে বিশ্বের ১০টি দেশ, আর স্টলের সংখ্যা প্রায় একশো। সব স্টলেই নির্মাণ খাতের উন্নত ও মানসম্মত উপকরনসহ মিলছে ইলেকট্রনিক্স ও নিরাপত্তা সামগ্রীও। অংশগ্রহণকারীরা বলছেন, এ ধরনের আয়োজন দেশের নির্মাণ খাতের উন্নয়নে ভূমিকা রাখবে। এছাড়া, শুধু আমদানি নয়, রপ্তানীর ক্ষেত্রেও সহায়ক হবে বলেই অভিমত তাদের। তবে কেবল রাজধানী কেন্দ্রিক নয়, দেশ জুড়েই হওয়া উচিত নির্মাণ সামগ্রী নিয়ে এমন প্রদর্শনী, বললেন আগতরা। তিন দিনব্যাপি এই প্রদর্শনীর পর্দা নামছে আজ রোববার।
বাজেটে কমদামী সিগারেটের উপর শুল্ক বৃদ্ধি না করার প্রস্তাব উদ্বেগজনক -মানবিক
অর্থনৈতিক রিপোর্টার ঃ আগামী অর্থবছরে বাজেট প্রস্তাবনায় এনবিআর নিম্নমানের সিগারেটের উপর বেশি হারে শুল্ক আরোপের প্রস্তাব করে। কিন্তু অর্থমন্ত্রী এ সব সিগারেটে শুল্ক কমানোর প্রস্তাব করেছেন। এতে ধূমপানে আসক্তির সংখ্যা বাড়বে। একই সঙ্গে জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ বলে মনে করছে মাদকদ্রব্য ও নেশাবিরোধী কাউন্সিল (মানবিক)। অর্থমন্ত্রী আবুল মাল মুহিতের এ প্রস্তাবে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছে প্রতিষ্ঠানটি। তাদের মতে, নিম্নস্তরের এসব সিগারেট অতি সস্তা হওয়ায় এবং এ সিগারেটের বাজার ব্যাপক হওয়ায় দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।
আসন্ন ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল (এফসিটিসি) অনুযায়ী জনস্বাস্থ্য রক্ষায় সবধরনের সিগারেটের উপর সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বলে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। মানবিক নির্বাহী পরিচালক এ্যাডভোকেট পারভীন আক্তার এক বিবৃতিতে বলেন, সরকার যে উদ্দেশ্যে জনস্বাস্থ্য রক্ষায় ‘ধূমপান ও তামাকজাতদ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫ (সংশোধনী-২০১৩)’ ও ‘ধূমপান এবং তামাকজাতদ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০১৫ প্রণয়ন করেছে। সিগারেটের মূল্য অতি সস্তা হওয়ায় সে উদ্দেশ্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। যেখানে একটি কলার দাম ৮ থেকে ১০ টাকা, একটি ডিমের দাম ১০ থেকে ১২ টাকা, এক কাপ চায়ের দাম ৮ থেকে ১০ টাকা সেখানে একটি সিগারেটের সর্বনিম্ন দাম মাত্র ২ টাকা। এছাড়া বিড়ি তো আরও অধিক সস্তা। নিত্যপণ্যের তুলনায় বিড়ি-সিগারেটের দাম অতি সস্তা হওয়ায় ধূমপানে আসক্তির সংখ্যা ক্রমান্বয়ে বেড়েই চলেছে। এ সব বিবেচনায় এনে জাতীয় রাজস্ব বোর্ড সকল স্তরের সিগারেটের সম্পূরক শুল্ক এবং সিগারেটের মূল্যবৃদ্ধির প্রস্তাব করেছে। অর্থবছরে বাজেট প্রস্তাবনায় এনবিআর নিম্নমানের সিগারেটের উপর বেশি হারে শুল্ক আরোপের প্রস্তাব করেছে। কিন্তু অর্থমন্ত্রী শুল্ক কমানোর প্রস্তাব করায় মানবিক এর বিরুদ্ধে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছে। মানবিক বলছে, অর্থমন্ত্রীর দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যের কথা বিবেচনা না করে তিনি তামাক কোম্পানীর স্বার্থকে প্রাধান্য দিচ্ছেন বলে প্রতীয়মাণ। যা কারোরই কাম্য নয়।
সিকিউরিটিজ এন্ড একচেঞ্জ কমিশন রুলস নিয়ে কর্মশালা
অর্থনৈতিক রিপোর্টার : দি ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্ট্যান্টস্ অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর উদ্যোগে ট্রেনিং প্রোগ্রামের আওতায় বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড একচেঞ্জ কমিশন (পাবলিক ইস্যু) রুলস, ২০১৫ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর নীলক্ষেতের আইসিএমএবি রুহুল কুদ্দুস অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড একচেঞ্জ কমিশনের কমিশনার প্রফেসর মো. হেলাল উদ্দিন নিজামী। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপার স্টার গ্রæপের গ্রæপ সিএফও এবং কোম্পানী সেক্রেটারী মো. শফিকুল আলম, এফসিএমএ। প্রবন্ধের বিষয়ে ব্যাখ্যা প্রদান করেন বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড একচেঞ্জ কমিশনের কমিশনার প্রফেসর ড. স্বপন কুমার বালা এফসিএমএ। কর্মশালায় সভাপত্বি করেন আইসিএমএবি’র সভাপতি আরিফ খান এফসিএমএ। স্বাগত বক্তব্য প্রদান করেন আইসিএমএবি’র ট্রেনিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সেলিম এফসিএমএ এবং ধন্যবাদজ্ঞাপন বক্তব্য দেন সহ-সভাপতি জামাল আহমেদ চৌধুরী এফসিএমএ। কর্মশালায় আইসিএমএবি এর ফেলো ও এসোসিয়েট সদস্যবৃন্দ এবং বিপুলসংখ্যক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভবন নির্মাণ সামগ্রী প্রদর্শনী আজ শেষ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ