পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
জর্ডান এবং প্রতিবেশী দেশগুলোর প্রবাসী বাঙ্গালীদের টাকা লেনদেন আরো দ্রুত এবং নিরাপদ করতে জর্ডানের জনপ্রিয় আলাউনেহ্ এক্সচেঞ্জ কোম্পানির সঙ্গে চুক্তি করেছে চতুর্থ প্রজন্মের পদ্মা ব্যাংক লিমিটেড। এই চুক্তির আওতায়, জর্ডানের প্রবাসী বাঙ্গালিরা নগদ লেনদেনের সুবিধা পাবেন। স্বল্প সময়ে ও দ্রুততার সাথে দেশে টাকা পাঠাতে পারবেন। এছাড়া পদ্মা ব্যাংকের প্রবাসী এক্সেল একাউন্টের সুবিধাও উপভোগ করতে পারবেন গ্রাহকরা।
বুধবার (২২ মে) পদ্মা ব্যাংকের গুলশানস্থ করর্পোরেট হেড অফিসে এই চুক্তি স্বাক্ষরিত হয়। পদ্মা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহসান খসরু এবং আলাউনেহ্ এক্সচেঞ্জ কোম্পানির পক্ষ থেকে নজরুল ইসলাম চুক্তিতে স্বাক্ষর করেন। এই সময় উপস্থিত ছিলেন পদ্মা ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।