পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সফল গবেষণার জন্য গভীর ভালবাসা থাকা দরকার বলে মনে করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-অর-রশিদ। তিনি বলেন, গবেষণার জন্য আর্থিক সীমাবদ্ধতা কোন সমস্যা নয়। সফল গবেষণার জন্য দরকার একাগ্রতা ও একনিষ্ঠতা। বুধবার (২২ মে) গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় মূল ক্যাম্পাসে শিক্ষক প্রশিক্ষণ কোর্সের চতুর্থ ব্যাচের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ড. হারুন-অর-রশিদ বলেন, ‘লন্ডন-ভিত্তিক সাপ্তাহিক ম্যাগাজিন 'টাইমস হায়ার এডুকেশন' পরিচালিত এক জরিপে দেখা গেছে, এশিয়া মহাদেশের ৪১৭টি সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়। কিন্তু নেপাল, ভারত, পাকিস্তানসহ অনেক দেশের অনেক বিশ্ববিদ্যালয়ের নামই এই তালিকায় রয়েছে। এর কারণ আমাদের মধ্যে পেশাদারিত্বের ঘাটতি সবচেয়ে বেশি। শিক্ষকতা শুধু পেশা নয়, এটা নেশাও। পেশাদারিত্ব এবং কমিটমেন্ট বজায়ে রেখে দায়িত্ব পালন করতে পারলে কোন কিছুই অসম্ভব নয়। বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ে প্রতিমাসে শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি হয় না। একমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয় এটি করে যাচ্ছে। এই ধারা অব্যাহত থাকবে। এরফলে আমরা গুণগত শিক্ষা নিশ্চিত করতে পারবো।’
প্রশিক্ষণে অংশ নেয়া শিক্ষকদের উদ্দেশ্যে প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেন, এখানে আমরা আপনাদের সবকিছু শিখিয়ে দিতে পারবো না। ২৮ দিনে তা সম্ভবও নয়। তবে আপনাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাতে হবে। মাইন্ড সেট তৈরি করতে হবে। ক্রিটিক্যাল চিন্তা থাকতে হবে। বড় পরিসরে ভাবতে হবে। আপনাদের স্বপ্ন থাকতে হবে। শিক্ষার্থীদের স্বপ্ন দেখাতে হবে। বড় কিছুর হওয়ার স্বপ্ন থাকলে এগিয়ে যাওয়া যাবে।’
সাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মো. মশিউর রহমান, ইতিহাস, অর্থনীতি, অ্যাকাউন্টিং বোটানিসহ চার বিভাগের চারজন কোর্স উপদেষ্টা প্রফেসর ড. মেসবাহ কামাল, প্রফেসর ড. শফিক উজ জামান, প্রফেসর ড. ধীমান কুমার চৌধুরী, প্রফেসর ড. মিহির লাল শাহ । অনুষ্ঠান শেষে প্রশিক্ষণে অংশ নেয়া ১৪০ জন শিক্ষককে সনদ তুলে দেন জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।