Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউয়ানের মান ৫ বছরে সর্বনিম্ন

প্রকাশের সময় : ২৯ মে, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক : চীনের ইউয়ানের মান ডলারের বিপরীতে ৬ দশমিক ৫৬৯৩ নির্ধারণ করেছে চীন, যা পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন। সম্প্রতি পিপল’স ব্যাংক অব চায়না (পিবিওসি) ইউয়ানের এ দৈনিক মান নির্ধারণ করে। ২০১১ সালের মার্চের পর এটা ইউয়ানের সর্বনিম্ন মান। ইউয়ানের নির্ধারিত মান ঘরোয়া বাজারের একটি রেফারেন্স পয়েন্ট হিসেবে ধরা হয়েছে, যার ২ শতাংশ কম বা বেশিতে লেনদেন করা যাবে। ইউয়ানের মান দশমিক ২ শতাংশ দুর্বল হয়ে ৬ দশমিক ৫৬৪২ দাঁড়িয়েছে যা তিন মাসের মধ্যে সর্বনিম্ন। বাজার-সংশ্লিষ্টদের মতে, পিবিওসির এ পদক্ষেপ রাতারাতি ডলারের শক্তি বৃদ্ধির ইঙ্গিত করছে। ২০০৮ সালের জানুয়ারির পর নতুন বাড়ি বিক্রি দ্রুত বেড়ে যাওয়ায় ডলার শক্তিশালী হয়ে উঠেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউয়ানের মান ৫ বছরে সর্বনিম্ন
আরও পড়ুন