Inqilab Logo

সোমবার ০৪ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১, ০১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জল্পনার অবসান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মে, ২০১৯, ১২:১১ এএম

এক সাক্ষাৎকারে ইউরোপ নিয়ে নতুন ‘দায়িত্ববোধের’ কথা বলেছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল। এরপর ইউরোপীয় ইউনিয়নে শীর্ষ পদে যাচ্ছেন তিনি, এমন জল্পনার পালে হাওয়া লাগে। তবে সে জল্পনা আবার নিজেই উড়িয়ে দিয়েছেন মার্কেল। বৃহস্পতিবার মার্কেল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ২০২১ সালের শেষে চ্যান্সেলর হিসেবে মেয়াদ শেষ হওয়ার পর ইউরোপীয় ইউনিয়নের কোনো দায়িত্ব নিচ্ছেন না তিনি। বার্লিনে ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মার্কেল জানান, তিনি ‘কোথাও কোনো রাজনৈতিক দপ্তরের দায়িত্ব নেবেন না, এমনকি সেটা ইউরোপের হলেও না।’
তবে একই দিনে স্যুডডয়চে সাইটুং-কে দেয়া তার সাক্ষাৎকার আবার উসকে দিচ্ছে এমন জল্পনা। পত্রিকাটিকে ইউরোপের ভবিষ্যৎ নিয়ে তার ‘দায়িত্ববোধের’ কথা বলেছেন তিনি। তিনি বলেন, ‘আমার মতো অনেক মানুষই ইউরোপের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। ফলে অন্যদের সঙ্গে নিয়ে ইউরোপের ভাগ্য বিষয়ে চিন্তা করতে এক নতুন দায়িত্ববোধ অনুভব করছি আমি।’
অবশ্য সংবাদ সম্মেলনে মার্কেল বলেছেন সাক্ষাৎকারটি তিনি দিয়েছেন ‘জার্মান চ্যান্সেলর’ হিসেবে। তিনি বলেন, ‘জার্মান চ্যান্সেলর হিসেবে একটি কার্যকর ইউরোপ গড়ে তোলার জন্য আমাকে আরো বেশি চেষ্টা করে যেতে হবে।’
এর আগে এপ্রিলে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট জঁ ক্লদ ইয়ুঙ্কার বলেছিলেন, ইউরোপের শীর্ষ পদের জন্য মার্কেল ‘অত্যন্ত যোগ্যতাসম্পন্ন’।
রক্ষণশীল খ্রিষ্টীয় গণতন্ত্রী ইউনিয়ন- সিডিইউ-এর প্রধানের দায়িত্ব থেকে এরই মধ্যে অব্যাহতি নিয়েছেন মার্কেল। একই সঙ্গে ২০২১ সালে মেয়াদ শেষ হওয়া পর্যন্ত জার্মান চ্যান্সেলরের দায়িত্ব পালনের ইচ্ছাও প্রকাশ করেন তিনি। কিন্তু সিডিইউ, বাভারিয়া রাজ্যে দলটির সহযোগী খ্রিষ্টীয় সামাজিক ইউনিয়ন সিএসইউ এবং সামাজিক গণতন্ত্রী দল এসপিডির মধ্যে জোট যদি এর মধ্যে ভেঙে পড়ে, তাহলে সে সম্ভাবনা খুব ক্ষীণ।
নিজের দল থেকে অবশ্য সমর্থন পাচ্ছেন মার্কেল। ম্যার্কেলের পর সিডিইউয়ের দায়িত্ব নেয়া আনেগ্রেট ক্রাম্প-কারেনবাউয়ার ভেল্ট আম সনটাগ পত্রিকাকে রোববার এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি চান মার্কেল ২০২১ সাল পর্যন্ত চ্যান্সেলরের দায়িত্বে থাকুন। তিনি বলেন, ‘চ্যান্সেলর ও সরকার প‚র্ণ মেয়াদের জন্যই নির্বাচিত হয়েছেন। সে ম্যান্ডেট তারা পূরণ করবেন, সে প্রত্যাশা করার অধিকার জনগণের রয়েছে।’ সূত্র: এএফপি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জল্পনার অবসান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ