পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজশাহী ব্যুরো : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগীকে দেখতে গিয়ে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়ে মাহবুবুর রহমান নিজেই হাসপাতালে ভর্তি হলেন। তার বাড়ি পোরশা কালাইবাড়ি গ্রামে। গত বৃহস্পতিবার রাতে মেডিকেল কলেজের পিংকু হোস্টেলের সামনে এ ঘটনা ঘটে। তার কাছ থেকে ছিনিয়ে নেয়া হয়েছে দুটি মোবাইল ও টাকা।
গত বৃহস্পতিবার রাতে মাহবুবুর রহমান নামের ওই ব্যক্তি নামাজ পড়ে হাসপাতালে চিকিৎসাধীন তার আত্মীয়ের কাছে ফিরছিলেন। এ সময় তিনজন ছিনতাইকারী সাধারণ মানুষ বেশে তাকে কথা বলব বলে নিয়ে গিয়ে গলায় ছুরি ধরে দুইটি মোবাইল ও তার কাছে থাকা টাকা নিয়ে নেয়। ছিনতাইয়ের পর ছিনতাইকতারীরা তার গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।