Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুক্তিপণের দাবিতে পশুর নদীতে ৩৫ জেলে অপহৃত

প্রকাশের সময় : ২৮ মে, ২০১৬, ১২:০০ এএম

মংলা সংবাদদাতা  : সুন্দরবনের পশুর নদী থেকে ৩৫ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে বনদস্যু সাগর বাহিনী। শুক্রবার ভোরে এ অপহরণের ঘটনা ঘটে। অপহৃত জেলেদের কাছ থেকে ৫০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে অপহৃতদের পরিচয় জানা না গেলেও তারা মংলার জয়মনি, চিলা, সুন্দরতলা ও বাগেরহাটের রামপালের বাসিন্দা বলে জানা গেছে।
মহাজন ও জেলেদের সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে মংলার পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের পশুর নদীর জোংড়া ও মরা পশুর এলাকায় জাল দিয়ে বাগদা চিংড়ির পোনা আহরণ করছিলেন জেলেরা। এ সময় ওই এলাকায় তাদের ওপর হামলা চালায় বনদস্যু সাগর বাহিনী। পরে জেলেদের অপহরণ করে বনের গহীনে নিয়ে যায় তারা।
কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মেহেদী মাসুদ জানান, অপহরণের বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে এবং অপহৃত জেলেদের  উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে কোস্টগার্ড পশ্চিম জোন।

‘সাংগঠনিকভাবেই বিএনপি নিজেদের সংকুচিত করেছে’   : ওবায়দুল কাদের
ময়মনসিংহ আঞ্চলিক অফিস : সাংগঠনিকভাবেই বিএনপি নিজেদের দুর্বল ও সংকুচিত করেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি এখন পর্যন্ত স্ট্যান্ডিং কমিটি পুনর্গঠিত করতে পারেনি। বিএনপি নিজেরাই নিজেদের শত্রু।
শুক্রবার দুপুরে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ভালুকা ভরাডোবা অংশে মহাসড়কের কাজ পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।
এ সময় ময়মনসিংহ সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শাহাবুদ্দিন খান, নির্বাহী প্রকৌশলী মাসুদ খান, সেনাবাহিনীর ক্যাপ্টেন মিজান প্রমুখ উপস্থিত ছিলেন।
মোসাদ কানেকশনের অভিযোগে বিএনপি নেতা আসলামের গ্রেফতার ও নতুন করে আরো কোন নেতা এ ষড়যন্ত্রে জড়িয়ে পড়েছেন কী না এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত চলাকালে মন্তব্য করা ঠিক নয়।
অনেক সময় দেখা যায় কেঁচো খুড়তে বিষধর সাপ বেরিয়ে আসে। দেশের জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবেই সঙ্কট মোকাবেলা করতে হবে।
ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের দখলের বিষয়ে সড়ক পবিরহন ও সেতুমন্ত্রী বলেন, মহাসড়ক দখলের বিষয়ে অভিযান অব্যাহত রয়েছে। একবার মহাসড়ক দখলমুক্ত করা হলে দু’একদিন যেতে না যেতেই আবার দখল করে। কিন্তু এ মহাসড়ক দখলমুক্ত করতে আমি অবিরাম লেগে আছি।
ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের চারলেন কাজ সম্পন্ন শেষে জুন মাসের পরে উদ্বোধন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এ মহাসড়কের জন্য প্রধানমন্ত্রী বার বার আমাকে তাগাদা দিয়েছেন, দ্রুত নির্মাণ কাজ শেষ করতে। পিবিএল লেট ডাউন করায় তাদের কার্যাদেশ বাতিল করা হয়েছে।
এক সময় এ রাস্তার অনেক দুরবস্থা ছিল। সেনাবাহিনী ৪ নং প্যাকেজে ভাল ও মানসম্মত কাজ করেছে। তৃতীয় প্যাকেজের ১১ কিলোমিটার সেনাবাহিনীকে দেয়া হয়েছে। তারা জুনের মধ্যে কাজ শেষ করবে। এরপর এটি উদ্বোধন হবে। এখানে সরকারের কোন গাফিলতি নেই।
অতীতের যে কোন ঈদের চেয়ে এবারের ঈদযাত্রা স্বস্তিকর হবে জানিয়ে মন্ত্রী বলেন, এবার দুর্ভোগ অনেক কমবে। এলেঙ্গা-জয়দেবপুর নির্মীয়মাণ ফোরলেনে কিছুটা দুর্ভোগ হবে। আমি দুর্ভোগ সহনীয় করতে চেষ্টা করছি অবিরাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুক্তিপণের দাবিতে পশুর নদীতে ৩৫ জেলে অপহৃত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ