পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বগপুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলার অভিযোগ গঠনের পরবর্তী শুনানী ১৯জুন ধার্য করেছেন আদালত। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত অস্থায়ী আদালতে আজ বৃহস্পতিবার(১৬মে)সাড়ে ১১টায় মামলার শুনানী শুরু হয়। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে চিকিৎসাধীন খালেদা জিয়া অসুস্থ জানিয়ে সময় আবেদন করেন তার আইনজীবিরা। আদালতে এই মামলার আসামী সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের মৃত্যুর রিপোর্ট আদালতে না আসায় এবং খালেদা জিয়ার আইনজীবিদের সময়ের আবেদনের প্রেক্ষিতে পরে বিচারক এইচ এম রুহুল ইমরান আবেদন মুঞ্জর করে নতুন এ তারিখ ধার্য করেন। ২০০৮সালের ২৬ ফেব্রুয়ারী খালেদা জিয়া ও তার মমন্ত্রীসভার সদস্যসহ ১৬জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা দায়ের করেন দুদক। মামলার অন্যতম আসামীরা হলেন বেগম খালেদা জিয়া, সাবেক বানিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল(অবঃ)আলতাফ হোসেন চৌধুরী, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যানমন্ত্রী ড. খন্দকার মোশারফ হোসেন, সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ব্যারিস্টার মোঃ আমিনুল হক,মোঃ সিরাজুল ইসলাম চৌধুরী, হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন,সাবেক জ্বালানি ও খনিজ সম্পদ সচিব নজরুল ইসলাম,পেট্রোবাংলার সাবেক পরিচালক মুঈনুল আহসান,সাবেক জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী একে এম মোশারফ হোসেন। আদালতে ড. খন্দকার মোশারফ হোসেন, আলতাফ হোসেন চৌধুরী ও একে এম মোশরাফ হোসেনসহ ৫জন আসামী উপস্থিত ছিলেন। খালেদা জিয়ার পক্ষে আইনজীবিদের নেতৃত্ব দেন ব্যারিষ্টার মাসুদ রানা এবং সরকার পক্ষের আইনজীবি ছিলেন মোশারফ হোসেন কাজল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।