Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়ার গ্যাটকো মামলার বিচার শুরু

কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা ঃ | প্রকাশের সময় : ১৫ মে, ২০১৯, ১২:০৩ এএম

ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় মহিলা কারাগারের পাশে একটি ভবনে স্থাপিত অস্থায়ী আদালতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গ্যাটকো মামলার বিচার কার্যক্রম শুরু হয়েছে । গতকাল মঙ্গলবার সকাল সোয়া এগাররোটায় এ মামলার বিচার কার্যক্রম শুরু করা হয়।

অস্থায়ী আদালত সূত্রে জানা যায়, গ্যাটকো মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ মোট আসামী ২৪ জন। এদের মধ্যে ৭ জন আসামি ইতিমধ্যে মৃত্যুবরন করেছেন। বাকি ১৭ আসামির মধ্যে মামলার প্রধান আসামি বেগম খালেদা জিয়া ছাড়া বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশারফ হোসেন, লুৎফুল কবীর, কমডোর জুলফিকার আলী, এস এম শাহাদাৎ হোসেন, এ এম সানোয়ার হোসেন, ইসমাইল হোসেন সায়মন, সৈয়দ গালিব আহমেদ, সৈয়দ তানভির আহমেদ, একে এম মুসা কাজল, মিসেস জাহানারা আকবর, এহসান ইউসুফ, বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, একেএম মোশারফ হোসেন, একেএম রশিদ উদ্দিন আহমেদ, শাহজাহান এম হাসিব ও জুলফিকার হায়দার চৌধুরীসহ ১৬ জন আদালতে উপস্থিত ছিলেন। আসামিপক্ষের আইনজীবিদের নেতৃত্ব দেন ব্যারিষ্টার মাসুদ রানা এবং রাষ্ট্রপক্ষের দুদকের আইনজীবী ছিলেন মোশারফ হোসেন কাজল। গতকাল মামলার চার্জ গঠনের তারিখ ছিল। কিন্তু বেগম খালেদা জিয়া অসুস্থ থাকায় তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। এ জন্য তার আইনজীবী ব্যারিস্টার মাসুদ রানার নেতৃত্বে আদালতের কাছে সময়ের আবেদন করলে উভয় পক্ষের আইনজীবীদের শুনানী শেষে আদালত মামলার পরবর্তী শুনানীর তারিখ আগামী ১৮ জুন ধার্য্য করেন। মামলার বিচারক ছিলেন বিচারপতি আবু সৈয়দ দিলজার হোসেন। গত সোমবার একটি গ্যাজেট প্রকাশের পর ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরাতন কারাগার থেকে কেরানীগঞ্জে কেন্দ্রিয় মহিলা কারাগারের পাশে একটি ভবনে এই অস্থায়ী আদালত স্থানান্তর করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদা জিয়া

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ