Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মো. আবদুল কুদ্দুস

প্রকাশের সময় : ২৭ মে, ২০১৬, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : সম্প্রতি মো. আব্দুল কুদ্দুস উত্তরা ব্যাংক লিমিটেড-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি লাভ করেছেন। এর আগে তিনি একই ব্যাংকে নির্বাহী মহাব্যবস্থাপক হিসাবে কর্মরত  ছিলেন। মো. আব্দুল কুদ্দুস ১৯৯০ সালে প্রবেশনারী অফিসার হিসাবে উত্তরা ব্যাংকে যোগদানের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ২৬ বছরের কর্মজীবনে তিনি শাখা ব্যবস্থাপকসহ ব্যাংকের গুরুত্বপূর্ণ বিভাগে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে তিনি প্রধান কার্যালয়ে যোগদান করেন। পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির জন্য তিনি দেশে ও বিদেশে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপে অংশগ্রহণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।
মো. আব্দুল কুদ্দুস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ হতে বি.কম. (অনার্স)সহ এম.কম. ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৬৩ সালে কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার ছোট বেরলা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মো. আবদুল কুদ্দুস
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ