Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে কাঠ ও নির্মাণ শিল্প পণ্যের দু’টি আন্তর্জাতিক প্রদর্শণী শুরু

প্রকাশের সময় : ২৭ মে, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : আধুনিক স্থাপত্য ও ভবন নির্মাণের প্রযুক্তিগত কৌশল এবং কাঠজাত আসবাবপত্র তৈরির নতুন যন্ত্রপাতি ও সংশ্লিষ্ট পণ্য নিয়ে দু’টি আন্তর্জাতিক প্রদর্শণী শুরু হয়েছে। গতকাল ‘বাংলাদেশ বিল্ডকন ২০১৬’ এবং ‘জেট প্রেজেন্টস বাংলাদেশ উড ২০১৬’ শীর্ষক রাজধানীর বসুন্ধরা কনভেশন সিটিতে দ্বিতীয়বারের মতো আয়োজিত তিনদিনের প্রদর্শণীতে ১০ টি দেশের শতাধিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন ভারতীয় দুতাবাসের ডেপুটি হাই কমিশনার ড. আদর্শ সোয়ায়কা। তিনি বলেন, বাংলাদেশ আবাসন খাত দিন দিন বিকশিত হচ্ছে। এখানে নির্মাণ প্রযুক্তি, ইন্টেরিয়র, কাঠ ও কাঠজাত আসবাব সামগ্রীর বড় বাজার রয়েছে। বাংলাদেশ এবং ভারতের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো এক্ষেত্রে যৌথভাবে কাজ করতে পারে। দু’দেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর উভয় দেশ থেকেই সুবিধা নেওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। তিনি বলেন, এ ধরনের প্রদর্শণী থেকে স্থাপত্য পণ্যগুলোর মধ্যে সবচেয়ে প্রয়োজনীয়গুলো র্নিদিষ্ট করে দু’দেশের ব্যবসায়ীরা যৌথভাবে সেসব খাতে কাজ করতে পারে।
এর ফলে প্রতিবেশী দেশ দু’টির মধ্যে সম্পর্ক আরও চমৎকার হবে।
বিশেষ অতিথির বক্তব্যে ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের প্রেসিডেন্ট স্থপতি আবু সায়েম এম. আহমেদ বলেন, বাংলাদেশে স্থাপত্য শিল্পের পাশাপাশি আসবাব শিল্পের অনেক চাহিদা রয়েছে। জীবনযাত্রার মানোন্নয়নের সাথে সাথে ভালো আসবাবপত্রের চাহিদাও দিন দিন বাড়ছে। সেই সাথে আমেরিকা, ইউরোপের বাজারে বাংলাদেশের ফার্নিচার রপ্তানি হচ্ছে। গত পাঁচ বছরে রপ্তানির পরিমাণ ২৫৩ শতাংশে উন্নীত হয়েছে। দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে আসবাবশিল্পের এই চাহিদা মেটাতে এ শিল্প নতুন প্রযুক্তি ব্যবহার করে তাদের পণ্য উৎপাদন আরও বাড়াতে পারে। এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড এবং ফিউচারেক্স ট্রেড ফেয়ার অ্যান্ড ইভেন্টস লিমিটেড যৌথভাবে প্রর্দশণী দু’টির আয়োজন করেছে। সহযোগিতা করেছে ভারতের পিএইচডি চেম্বার অব কমার্স।
রিহ্যাব’এর ভাইস প্রেসিডেন্ট (ফাইনান্স) ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহেল রানা বলেন, আমাদের আবাসন শিল্প দিন দিন উন্নত হলেও এ খাতে অনেক চ্যালেঞ্জও আছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ-ভারত যৌথভাবে কাজ করতে পারে। এ ধরনের প্রদর্শণী দু’দেশের স্টেকহোল্ডারদের মধ্যে সেতুবন্ধন  তৈরি করে নতুন ব্যবসায়িক সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। বাংলাদেশ ছাড়া  প্রদর্শণী দু’টিতে চীন, ভারত, তুরস্ক, হংকং, যুক্তরাষ্ট্র, শ্রীলঙ্কা, ইটালি, অস্ট্রিয়া, মালয়েশিয়ার  শীর্ষস্থানীয় শতাধিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ভারতের পিএইচডি চেম্বার অব কমার্স’এর যুগ্ম সচিব রাজেশ সাংগ্রাই, বাংলাদেশ ফার্নিচার ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশনের (বিএফআইওএ) ভাইস চেয়ারম্যান মো. আবু ইউসুফ, জেট হোল্ডিংস বাংলাদেশ প্রাইভেট লিমিটেড (সাউথ এশিয়া) সেলস এবং টেকনিক্যাল ডিরেক্টর ভাসান্থা গুনারাতেœ, এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেড’র পরিচালক টিপু সুলতান ভূঁইয়া, নন্দ  গোপাল কে, ফিউচারেক্স ট্রেড ফেয়ার অ্যান্ড ইভেন্টস লিমিটেড’র পরিচালক নোমিত গুপ্ত এবং জেট হোল্ডিংস বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের সহ-মহাব্যবস্থাপক মো. তাজুল ইসলাম। প্রদর্শণী প্রতিদিন সকাল ১১ থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজধানীতে কাঠ ও নির্মাণ শিল্প পণ্যের দু’টি আন্তর্জাতিক প্রদর্শণী শুরু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ