পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে দেখা করতে আজ তার বাসায় যাবে আন্দোলনরত নার্সরা। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দাবিতে গতকাল রাজধানীতে কাফন মিছিল করে সচিবালয়ের সামনে অবস্থান করে তারা। এসময় স্বাস্থ্যমন্ত্রীর সাথে দেখা করতে চাইলে তিনি অফিসে না থাকায় আজ তার বাসায় গিয়ে দেখা করবেন। এমনটি জানিয়েছেন বাংলাদেশ ব্যাসিক গ্রাজুয়েশন নার্সেস সোসাইটির সভাপতি রাজিব বিশ্বাস।
রাজিব জানান, মন্ত্রণালয়ে স্বাস্থ্যমন্ত্রীর এপিএস মোশারফ হোসেনের সঙ্গে তাদের কথা হয়েছে। তিনি নার্সদের মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে দেবেন বলে জানিয়েছেন। পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১১টায় বেকার নার্সরা কাফন মিছিল নিয়ে শহীদ মিনার থেকে রওনা হয়ে সচিবালয়ের দিকে আসলে পুলিশ তাদের আটকে দেয়। এ সময় তারা প্রেস ক্লাবের পূর্ব পাশে অবস্থান নেয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিমান কুমার সাহা তাদের সাক্ষাৎ দেন। তিনি নার্সদের সমস্যা শোনেন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীকে জানাবেন বলে নিশ্চিত করেন। এসময় অতিরিক্ত সচিব প্রধানমন্ত্রী দেশে না থকায় তার সঙ্গে সাক্ষাতের জন্য নার্সদের অপেক্ষা করতে বলেন।
উল্লেখ্য, গত ২৮ মার্চ পিএসসির নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে আন্দোলন শুরু করে বেকার নার্সরা। পূর্বের মতো জ্যেষ্ঠতার ভিত্তিতে নার্স নিয়োগের দাবিতে গত ৪ এপ্রিল থেকে তারা প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করে। পরে ২৮ এপ্রিল সন্ধ্যা থেকে আমরণ অনশনে যায় নার্সরা। ১ মে স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে তারা আমরণ অনশন ভঙ্গ করে। কিন্তু গত ৯ এপ্রিল সোমবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক ও যুগ্মসচিব (নন ক্যাডার) মো. শাখাওয়াৎ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)-এর অধীনে ৩ হাজার ৬শ’ ১৬ জন সিনিয়র স্টাফ নার্সের শূন্যপদে সরাসরি নিয়োগের পরীক্ষা আগামী ৩ জুন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। এতে উল্লেখ করা হয়Ñ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন (এমসিকিউ) পদ্ধতিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার সময়, আসন ব্যবস্থা ও পরীক্ষার কেন্দ্র সম্বলিত বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইটে ও জাতীয় দৈনিকের মাধ্যমে জানিয়ে দেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।