Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

প্রকাশের সময় : ২৭ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিএনপি নেতা আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়েছে। সরকার উৎখাতের ষড়যন্ত্র ও রাষ্ট্রবিরোধী কর্মকা-ে জড়িত থাকার অভিযোগে এ মামলা দায়ের করা হয়। গতকাল বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ইনসপেক্টর গোলাম রাব্বানি বাদী হয়ে এ মামলা দায়ের করেন। গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার শেখ নাজমুল আলম এ তথ্য জানান। গতকাল দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে এক প্রশিক্ষণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি একেএম শহিদুল হক বলেন, ইসরায়েলের লিকুদ পার্টির নেতার সঙ্গে বৈঠক করে বাংলাদেশের বর্তমান সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করেছিলেন বিএনপি নেতা আসলাম চৌধুরী। এছাড়া তিনি রাষ্ট্রবিরোধী বিভিন্ন কর্মকা-ে জড়িত রয়েছেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। এজন্য আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছিলাম। সেই আবেদনের পর মন্ত্রণালয় মামলার অনুমোদন দিয়েছে।
এর আগে আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার সিদ্ধান্ত রয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানান।
গত ১৫ মে চট্টগ্রামের দুইজন বিএনপি নেতাসহ পুলিশ রাজধানীর কুড়িল এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে। বাংলাদেশের সঙ্গে তেল আবিবের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। সেই সময় ইসরায়েলের নেতা ও গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে সরকার উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ ওঠার পর তাকে গ্রেফতার করা হয়। ইসরায়েলি রাজনীতিবিদ ও লিকুদ পার্টির নেতার সঙ্গে আসলাম চৌধুরীর ছবি প্রকাশিত হলে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় ওঠে। পরবর্তীতে মূলধারার গণমাধ্যমেও তা প্রকাশ পায়। সূত্র : বাসস ও বাংলা ট্রিবিউন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ