Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

রিভিউ আবেদন করতে পারবে ফারমার্স ব্যাংক

প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ফারমার্স ব্যাংকের অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগে বাংলাদেশ ব্যাংক যে জরিমানা করেছিল তার বিরুদ্ধে রিভিউ আবেদন করার সুযোগ করে দিয়েছেন আপিল বিভাগ। গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, ফারমার্স ব্যাংককে ১৪ দিনের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের কাছে এ রিভিউ আবেদন করতে হবে। এই আদেশের এর ফলে হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ ও রুলেরও নিষ্পত্তি হয়ে গেছে বলে জানান আইনজীবীরা। আদালতের শুনানিতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও আইনজীবী আজমালুল হোসেন কিউসি। অপরদিকে ফারমার্স ব্যাংকের পক্ষে শুনানি করেন আব্দুল বাসেত মজুমদার, ব্যারিস্টার মওদুদ আহমদ। শুনানি শেষে হাইকোর্টের আদেশ বাতিল করে ওই জরিমানার আদেশের বিরুদ্ধে রিভিউ করার সুযোগ দেয়। ২০১৩ সালে জুন মাসে লাইসেন্স পেয়ে ফারমার্স ব্যাংকের ৩৮টি শাখায় কাজ চলছে। পরিচালনা পর্ষদে চেয়ারম্যান পদে সরকারি হিসাব-সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি ও আওয়ামী লীগ নেতা মহীউদ্দীন খান আলমগীর। ফারমার্স ব্যাংক এর বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করলে গত ১১ জানুয়ারি হাইকোর্ট একটি বেঞ্চ কেন্দ্রীয় ব্যাংকের জরিমানার আদেশ চার মাসের জন্য স্থগিত করেন। জরিমানার আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে একটি রুলও জারি করে আদালত। এরপর রাষ্ট্রপক্ষ হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন জানায়। গত ২৫ জানুয়ারি চেম্বার বিচারপতি বিষয়টি শুনানির জন্য নিয়মিত আপিল বেঞ্চে পাঠিয়ে দেন। তা আপিলে বিভাগের তালিকায় শুনানি অনুষ্ঠিত হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিভিউ আবেদন করতে পারবে ফারমার্স ব্যাংক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ