Inqilab Logo

বুধবার, ০৫ জুন ২০২৪, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

দিল্লিতে সরকার চালাচ্ছে গুণ্ডারা

‘ফণি’ সামলেই মোদিকে ছোবল মমতার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ মে, ২০১৯, ১২:০৮ এএম

ঘূর্ণিঝড় ‘ফণি’র জন্যে নির্বাচনী প্রচারে এসেছিল বাধা। কিন্তু বাংলার তেমন ক্ষতি না করেই বাংলাদেশে চলে এসেছে ফণি। তাই সভা না করলেও গতকাল শনিবার মিছিলে নেমে পড়েন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বৃহস্পতিবার থেকেই খড়গপুরে রয়েছেন তিনি। গত শুক্রবার নজর ছিল শুধু ফণির ওপর।
কিন্তু গতকাল চন্দ্রকোনায় তৃণমূল প্রার্থী দেবকে সঙ্গে নিয়ে মিছিল করেন তিনি। তার আগে পথে দাঁড়িয়েই নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ করে তিনি বলেন, ‘বাংলাই এবার দিল্লিতে সরকার গড়ার মূল কারিগর হবে। আপনারা শুধু ৪২টা আসন আমাকে দিন।’ সেইসঙ্গে তিনি বলেন, ‘দিল্লিতে বসে গুন্ডারা সরকার চালাচ্ছে। এর অবসান আমরা করবই।’
শুধু চন্দ্রকোনাতেই নয়, গতকাল পশ্চিম মেদিনীপুরে তিনটি রোড শো ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন ভিড়ে ঠাসা ওই মিছিল থেকেই তিনি আওয়াজ তোলেন, ‘মোদী হঠাও, দেশ বাঁচাও।’
উল্লেখ্য, এবারের লোকসভা নির্বাচনে শুধু সভা করাই নয়, প্রায় প্রতিদিনই তিনটি জনসভা করার পর একটি করে মিছিল করছেন তৃণমূল নেত্রী। গতকাল অবশ্য কোনো সভা নয়, শুধুই পথে হেঁটে মানুষের কাছে পৌঁছেছেন তিনি। সূত্র : টাইমস অব ইন্ডিয়া



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দিল্লিতে সরকার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ