Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব তুরস্কের বিষয়ে বাংলাদেশ নমনীয় নয় : পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশের সময় : ২৬ মে, ২০১৬, ১২:০০ এএম

কূটনৈতিক সংবাদদাতা : বাংলাদেশ সরকারের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের যে অভিযোগগুলো বিএনপি ও জামায়াতে ইসলামী আন্তর্জাতিক অপরাধ আদালতে করেছিল, তা নাকচ হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। গতকাল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রীর সদ্যসমাপ্ত বুলগেরিয়া সফর ও আসন্ন জাপান সফরের বিষয়ে আয়োজিত  ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি ওই আদালতের একজন প্রসিকিউটর ফাতোউ বেনসউদা সম্প্রতি এক চিঠির মাধ্যমে জানিয়েছেন, সরকার ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এসব অভিযোগের কোনো আইনগত ভিত্তি নেই।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে দ-িতদের দুটি দল জামায়াত ও বিএনপি ২০১৩ সাল থেকে নেদারল্যান্ডসের দি হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগগুলো করেছিল বলে জানান মন্ত্রী। বিএনপি ও জামায়াতের অভিযোগ, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার বিরোধী দলের উপর দমন-পীড়ন চালাচ্ছে, যা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের শামিল।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি আবারও প্রমাণ হল, জামায়াত-বিএনপি ও তাদের সহযোগী গোষ্ঠী স্বাধীন বাংলাদেশ ও বাঙালি জাতির বিরুদ্ধে জঘন্য মিথ্যাচারে লিপ্ত রয়েছে। বিশেষ করে স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলামী ১৯৭১ সালে তাদের গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধ ধামাচাপা দেয়ার জন্য এ ধরনের অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে।
এ সময় সাংবাদিকরা জানতে চান, সম্প্রতি যুদ্ধাপরাধের বিচার ইস্যুতে তুরস্ক একটি অবস্থান নিয়েছে। এ বিষয়ে বাংলাদেশের অবস্থান কিছুটা নমনীয় কি না। জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, না। বাংলাদেশ মোটেও নমনীয় নয়। তুরস্ক বাংলাদেশ থেকে তাদের কূটনীতিক প্রত্যাহার করেনি। কনসালটেন্সির জন্য ডেকেছিল। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। তুরস্ক বিভিন্ন বক্তৃতা-বিবৃতির মাধ্যমে যে অবস্থান নিয়েছে তার বিষয়ে তিনি বলেন, তারা অবস্থান নিয়েছে। সে বিষয়ে আমরা ‘কী করব?’ তুরস্কে আমাদের রাষ্ট্রদূতকেও আমরা ডেকে পাঠিয়েছি।
প্রসঙ্গত, একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জামায়াত আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদ- কার্যকরের পর তীব্র অসন্তোষ জানান তুরস্কের প্রেসিডেন্ট তাইপ এরদুয়ান। তারপরই ঢাকা থেকে রাষ্ট্রদূতকে নিয়ে যাওয়া হয়।
এক্ষেত্রে বাংলাদেশ কোনো নমনীয়তা দেখাচ্ছে না দাবি করার পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী বলেন, (তুরস্কের সঙ্গে) সম্পর্কটা চলমান রয়েছে, কোনো চিড় ধরেনি।
এ সময় ভারতের বিভিন্ন রাজ্যের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের ফলাফলের প্রেক্ষিতে বাংলাদেশের জন্য কোনও উদ্বেগ আছে কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, না। আমরা কোনো উদ্বেগের কারণ দেখছি না। এটা ভারতের অভ্যন্তরীন প্রক্রিয়া। আমরা নির্বাচিতদেরকে অভিনন্দন জানিয়েছি। আসামে ‘অনুপ্রবেশ’ ইস্যুতে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সম্প্রতি এক গণমাধ্যমকে বলেছেন, দিল্লি চাইলে এ বিষয়ে বাংলাদেশ কথা বলতে আগ্রহী।
মন্ত্রীর কাছে প্রশ্ন ছিল, তাহলে কি বাংলাদেশ এ বিষয়ে কোনো অবস্থান নিয়েছে। মন্ত্রী বলেন, না। বিষয়টি এখনও প্রিম্যাচিউর অবস্থায় রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর নিয়ে তিনি বলেন, ২৬ থেকে ২৮ মে জাপানের ইসে-সিমাতে অনুষ্ঠিত জি-৭ সামিটে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ আমন্ত্রণে তিনি সেখানে যাচ্ছেন। ২৮ মে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
সূত্র জানায়, ইসে-সিমাতে অনুষ্ঠিত সামিটে প্রধানমন্ত্রীকে স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং উন্নত অবকাঠামো বিনির্মাণে সহযোগিতা সংশ্লিষ্ট চারটি মৌলিক বিষয়ে আলোচনায় নেতৃত্বশীল ভূমিকা গ্রহণ করার অনুরোধ জানানো হয়েছে। জাপানে অবস্থানকালে প্রধানমন্ত্রী টোকিওতে বাংলাদেশের দূতাবাসের নিজস্ব চ্যান্সারি ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলেও জানান তিনি। এ সফরে জি-৭ নেতাদের সঙ্গে সাইড লাইনে প্রধানমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে বলে মন্ত্রী জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় তলব তুরস্কের বিষয়ে বাংলাদেশ নমনীয় নয় : পররাষ্ট্রমন্ত্রী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ