Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

বিমানবন্দরের নিরাপত্তা - সাত দেশের রাষ্ট্রদূতের সঙ্গে তিন সচিবের বৈঠক

প্রকাশের সময় : ২৬ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে সরকারের তিন সচিবের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নসহ সাত দেশের রাষ্ট্রদূতরা।
গতকাল বিকাল চারটায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কানাডা, অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাত ও জাপানের কূটনীতিকরাও রয়েছেন। এছাড়া পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র সচিব ও বিমান মন্ত্রণালয়ের সচিব বৈঠকে অংশ নিয়েছেন। বাংলাদেশের বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে পশ্চিমা দেশগুলোর উদ্বেগ রয়েছে। তারা বরাবরই বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানোর তাগিদ দিয়ে আসছে। সম্প্রতি অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য বাংলাদেশ থেকে সরাসরি কার্গো পরিবহনে নিষেধাজ্ঞা দেয়। পরে যুক্তরাজ্যের শর্ত অনুযায়ী দেশটির একটি নিরাপত্তা প্রতিষ্ঠানের কর্মী নিয়োগ দেয়া হয় হযরত শাহজালাল রহ. আন্তর্জাতিক বিমানবন্দরে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিমানবন্দরের নিরাপত্তা - সাত দেশের রাষ্ট্রদূতের সঙ্গে তিন সচিবের বৈঠক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ