Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনিয়োগের পরিবেশ উন্নয়নে কমিটি

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

দেশের বেসরকারি খাতে স্থানীয় ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করে তাতে সহায়তা দেওয়া এবং বিভাগীয় পর্যায়ে বিনিয়োগের পরিবেশ উন্নয়নে কমিটি গঠন করেছে সরকার। বিভাগীয় কমিশনারকে আহ্বায়ক করে মন্ত্রিপরিষদ বিভাগ গত বৃহস্পতিবার ‘বিভাগীয় বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটি’ গঠনের আদেশ জারি করেছে; যা গতকাল সোমবার প্রকাশ করা হয়। কমিটিকে প্রতি তিন মাসে একবার এবং প্রয়োজনে একাধিকবার সভায় বসতে হবে। বছরের শুরুতে সভা অনুষ্ঠানে বাৎসরিক ক্যালেন্ডার তৈরি করে তা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়ে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষকেও অবহিত করতে হবে। কমিটি প্রয়োজনে যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতিনিধিকে কো-অপ্ট করতে পারবে বলেও আদেশে বলা হয়েছে। কমিটির কার্যপরিধি সম্পর্কে বলা হয়েছে, বিনিয়োগ ও ব্যবসা সহজীকরণ ও প্রসারের লক্ষ্যে বিদ্যমান নীতিমালা, আইন, বিধি ও পদ্ধতি সংস্কার এবং প্রয়োজনে নতুন নীতিমালা, আইন, বিধি ও পদ্ধতি প্রচলনের লক্ষ্যে সুপারিশমালা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রেরণ। বিশিষ্ট উদ্যোক্ত বা ব্যবসায়ী, স্থানীয় ব্যবসায়ী সংগঠনের সদস্য, শিক্ষক, গবেষক, সরকারের বিনিয়োগ উন্নয়ন সংস্থা ও বিনিয়োগ সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর কর্মকর্তাদের নিয়ে বিভাগে বিনিয়োগের জন্য সম্ভাবনাময় এলাকা ও খাত চিহ্নিত করে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে প্রস্তাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রেরণ। বিনিয়োগের সুযোগ-সুবিধা ও প্রণোদনাগুলোর প্রচারের মাধ্যমে নতুন উদ্যোক্তাদের বিনিয়োগে উৎসাহিতকরণের কার্যক্রম গ্রহণ। বিনিয়োগ আবহ ও উদ্যোক্ত সৃষ্টির কৌশল নির্ধারণ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট উপস্থাপন। নতুন উদ্যোক্তাদের জন্য ভেঞ্চার ক্যাপিটাল সংগ্রহের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব পালন। নারী, তরুণ ও বিশেষভাবে সক্ষম সম্ভাবনাময় উদ্যোক্তাদের সঙ্গে এঞ্জেল ইনভেস্টরদের যোগাযোগ স্থাপন। জেলা বিনিয়োগ ও ব্যবসার উন্নয়ন সহায়তা কমিটির নিকট হতে প্রাপ্ত বিষয়াদি সম্পর্কে ব্যবস্থা গ্রহণ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিনিয়োগের পরিবেশ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ