পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
দেশের একমাত্র ডিজিটাল আর্থিক প্ল্যাটফর্ম নগদ অতি সম্প্রতি আইসোশ্যাল এর সাথে একটি চ্যানেল পার্টনারশিপ চুক্তি সম্পাদনা করেছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠীত হয় আইসোশ্যাল এর বনানী কার্যালয়ে।এই চুক্তির আওতায় আইসোশ্যাল এর নারী উদ্যোক্তরা বা ‘কল্যাণী’রা নগদ উদ্যোক্তা হিসেবে কাজ করবেন। এই নারী উদ্যোক্তারা গ্রাহক নিবন্ধন এবং নগদ এর সেবাসমূহ সম্পর্কে গ্রাহকদের অবহিতকরণের কাজ করবেন। বর্তমানে আইসোশ্যাল এর সাথে ৫০০-রও বেশি কল্যাণী কাজ করছেন।
চুক্তিটি স্বাক্ষর করেন নগদ এর চিফ সেলস অফিসার মোহম্মদ ইরফানুল হক এবং আইসোশ্যাল এর চিফ এক্সিকিউটিভ অফিসার ড. অনন্য রায়হান। এ সময় আরো উপস্থিত ছিলেন নগদ এর হেড অফ বিজনেস সেলস মো. শিহাব উদ্দীন চৌধুরী, বিজনেস সেলসের সিনিয়র ম্যানেজার কাজী মনিরুল ইসলাম, আইসোশ্যালের ডিরেক্টর মাসুদুর রহমান এবং হেড অফ অপারেশন মো. ফারহান শাহরিয়ার সহ অন্যান্য কর্মকর্তারা।
মোহম্মদ ইরফানুল হক বলেন, এসজিডি এর লক্ষ্যমাত্রাগুলো অর্জনে বাংলাদেশ সরকারকে সহায়তা করতে প্রতিজ্ঞাবদ্ধ নগদ। দেশব্যাপী আর্থিক অন্তর্ভূক্তি নিশ্চিতকরন ইতিমধ্যেই আমাদের মূলমন্ত্র। আর আইসোশ্যাল এর সাথে এই উদ্যোগের মাধ্যমে আমরা আশা করছি লিঙ্গ সমতার লক্ষ্যমাত্রা অর্জনেও ভূমিকা রাখতে সক্ষম হবো।
উল্লেখ্য, বাংলাদেশের নারী, শিশু ও নারী শিশুদের জন্য প্রযুক্তি ভিত্তিক বিভিন্ন সেবা এবং আর্থিক সেবা প্রদানের লক্ষ্যে কাজ করছে আইসোশ্যাল। বাংলাদেশ সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগের সহযোগিতায় ও সহায়তায় এই প্রতিষ্ঠানটির লক্ষ্য হচ্ছে প্রাথমিকভাবে ১৬টি জেলায় ১ হাজার কল্যাণীকে নিয়োগ প্রদান করা। পরবর্তী লক্ষ্য হচ্ছে ২০২১ সালের মধ্যে দেশব্যাপী ১০ হাজার কল্যাণীকে নিয়োগ প্রদান করা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।