Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সিটি ব্যাংকে মহিলা গ্রাহকদের জন্য সিটি আলো সনদ বিতরণ

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৯, ৬:৩৬ পিএম

সিটি ব্যাংক ব্যাংকের মহিলা গ্রাহকদের জন্য বিশেষায়িত সিটি আলো-এর ‘সার্টিফিকেশন প্রোগ্রাম’ কোর্স সনদ বিতরণ করেছের। ১০ সপ্তাহ মেয়াদের এ প্রোগ্রামে ২৮ জন নারী (প্রথম ব্যাচে) অংশগ্রহণ করে। সম্প্রতি অনুষ্ঠিত এই প্রোগ্রামে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ও ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি)। রাজধানী ঢাকার গুলশান এভিনিউয়ের স্কাইমার্কে সিটি আলো ফ্ল্যাগশীপ শাখায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ভিসি প্রফেসর আতিক ইসলাম, প্রো-ভিসি প্রফেসর ড. গিয়াস ইউ. আহসান, সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, সিটি আলো উইমেন ব্যাংকিং প্রধান মারিয়া জাভেদ জুহিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, এই ‘সার্টিফিকেশন প্রোগ্রাম’-এর মাধ্যমে ব্যাংকের মহিলা গ্রাহকরা আর্থিক খাত সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করার সুযোগ পায়। জানুয়ারি মাসের শুরুতে নর্থ সাউথ ইউনিভার্সিটির ক্যাম্পাসে প্রোগ্রামটি শুরু হয়। সিটি ব্যাংকের মহিলা গ্রাহকরা-ব্যবসায়ী, চাকরিজীবী, উদ্যোক্তা ও গৃহবধূ শ্রেণী-বছরে চারবার এই প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ পাবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিটি ব্যাংক

১১ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২
৭ জুলাই, ২০২২
২৮ জুন, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ