পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
জনতা ব্যাংক লিমিটেড বিভাগীয় কার্যালয় ঢাকা দক্ষিনের আওতাধীন শাখাসমূহের ব্যবস্থাপক সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মতিঝিলের এরিস্টোক্রেট ব্যানকুয়েট হলে অনুষ্ঠিত এই সম্মেলনে ব্যাংকের সিইও এন্ড এমডি মো. আব্দুছ ছালাম আজাদ (বীর মুক্তিযোদ্ধা) প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ব্যাংকের ডিএমডি মো. ইসমাইল হোসেন, মো. জিকরুল হক এবং মো. তাজুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিভাগীয় কার্যালয় ঢাকা দক্ষিণ এর জিএম মো. আহ্সান উল্লাহ এর সভাপতিত্বে প্রধান কার্যালয়ের রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের জিএম মো. আব্দুল জব্বার, সংশ্লিষ্ট এরিয়া প্রধান এবং শাখা ব্যবস্থাপকগণ সম্মেলনে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে সিইও এন্ড এমডি ২০১৯ সালের লক্ষমাত্রা অর্জনসহ ব্যাংকের ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে কর্মকৌশল নির্ধারন করে তা বাস্তবায়নে সকলকে নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।