পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, সরকার শ্যামল কান্তি কান ধরে ওঠবসের ঘটনা সারাদেশে ছড়িয়ে দিয়ে হিন্দুত্ববাদী শিক্ষানীতিবিরোধী আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার কৌশল গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, অবিলম্বে নাস্তিক্যবাদী শিক্ষানীতি, হিন্দুত্ববাদী শিক্ষাআইন ও বিতর্কিত সিলেবাস বাতিল না করলে দেশময় তৌহিদী জনতার সুপ্ত ক্ষোভের আগুন জ্বলে উঠবে। ঈমানের ক্ষেত্রে মুসলমানরা কোনো আপস মানে না। মুসলমানিত্ব ধ্বংস ও হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার যে কোনো চক্রান্ত ঈমানদার জনতা জীবন দিয়ে রুখে দাঁড়াবে। তারা শিক্ষার সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার দাবি জানান।
গতকাল ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা শাখার দ্বিবার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। আলহাজ সৈয়দ আলী মোস্তফার সভাপতিত্বে শূরার অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান। ঢাকা জেলা সেক্রেটারি আলহাজ শাহাদাত হোসেনের পরিচালনায় শূরা অধিবেশনে বক্তব্য রাখেন সহ-সভাপতি আলহাজ সুলতান আহমদ খান ও আলহাজ হানিফ মিয়া মেম্বার, জয়েন্ট সেক্রেটারি ডা: কামরুজ্জামান, হাসমত আলী, মুফতি আব্দুল করীম, আব্দুর রাজ্জাক বেপারী, টি এম মাহফুজ, মাওলানা নূর হোসাইন, মাওলানা কামাল উদ্দিন, মুফতি ইজহারুল ইসলাম, আরিফুর রহমান, হাজী ইব্রাহিম, হাজী আবু বকর, দেলোয়ার হোসেন, মাওলানা জহিরুল ইসলাম প্রমুখ। অধিবেশন শেষে আলহাজ্ব সৈয়দ আলী মোস্তফাকে সভাপতি ও আলহাজ শাহাদাত হোসেনকে সেক্রেটারি করে ঢাকা জেলা কমিটি পূনর্গঠন করা হয়।
ইসলামী আন্দোলন কদমতলী থানা
এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর কদমতলী থানার ৫৩ নং ওয়ার্ড শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভাপতি ও সুধী সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগরীর সেক্রেটারি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। ৫৩ নং সভাপতি মো: সাইফুল ইসলাম তরফদারের সভাপতিত্বে এবং সেক্রেটারি সৈয়দ মোশাররফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন থানা সভাপতি মাওলানা শাহজাহান নেজামী, সেক্রেটারি মাওলানা বাছির উদ্দিন মাহমুদ, আলহাজ সাইদুল ইসলাম বাবুল, শ্রমিকনেতা মো: সুলতান আহমদ খান, মো: শেখ আল আমিনসহ অন্য নেতৃবৃন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।