পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
প্রেমিক বিয়ে করতে রাজি না হওয়া ও এ নিয়ে বাগ-বিতন্ডায় ইমোতে ভিডিও কল চলা অবস্থায়ই আত্মহত্যা করেছেন রাজধানীর ইডেন কলেজের এক ছাত্রী। তার নাম সায়মা কালাম মেঘা। গত রোববার সন্ধ্যায় কাঁঠালবাগান এলাকার ৭৪/১ ফ্রি স্কুল স্ট্রিটের চারতলা বাড়ির চতুর্থ তলার একটি কক্ষ থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় সায়মার লাশ উদ্ধার করে পুলিশ।
সায়মা তনি ইডেন কলেজের সমাজকর্ম বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ঘটনার রাতেই কলাবাগান থানায় একটি অপমৃত্যুর মামলা করেন নিহতের চাচা আবুল বাশার। গত মঙ্গলবার তাকে ঝালকাঠির মুসলিম পৌর কবরস্থানে দাফন করা হলেও ঘটনার পর থেকে পরিবারসহ লাপাত্তা প্রেমিক মাহিবী হাসান। প্রেমিকের বাড়ি একই জেলায়। তিনি বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অনার্স চতুর্থ বর্ষে অধ্যয়ন করছেন বলে জানা যায়। পরিবারের পক্ষ থেকে করা মামলায় দাবি করা হয়, ঝালকাঠি শহরের পূর্ব চাদকাঠি এলাকার মাহিবী হাসান (২৫) নামের এক যুবকের প্ররোচনায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে মেঘা। গত সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে মেঘার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করে কলাবাগান থানা পুলিশ। মেঘার বাবা আবুল কালাম আজাদ (৫৫) জানান, ঝালকাঠি সরকারি মহিলা কলেজে উচ্চ মাধ্যমিক পড়ার সময় শহরের পূর্বচাদকাঠি এলাকার মৃত নফিসুর রহমানের ছেলে বরিশাল হাতেম আলী কলেজের ছাত্র মাহিবী হাসানের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মেঘার। ২০১৭ সালে মেঘা ঢাকা ইডেন কলেজে ভর্তি হয়ে কাঁঠালবাগান এলাকায় এক বাড়িতে পেয়িং গেস্ট হিসেবে থাকতো। ঢাকায় গিয়ে মাহিবী হাসান প্রায়ই মেঘার সঙ্গে দেখা করতো। মাস ছয়েক আগে তারা বিয়ের ব্যাপারে একমত হলেও বাদ সাধেন মাহিবীর মা ঝালকাঠি কির্ত্তীপাশা হাসপাতালের নার্স সেলিনা বেগম।
বান্ধবীদের বরাত দিয়ে নিহতের চাচা আবুল বাশার জানান, শবে বরাতের দুদিন আগে গত ১৯ এপ্রিল ঢাকায় কাউকে না জানিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেয় তারা। এ জন্য মেঘা কিছু কেনাকাটাও করে। কিন্তু মাহিবী কথা দিয়েও বিয়ের জন্য আসেনি। এ নিয়ে মোবাইল ফোনে তাদের ঝগড়া হয়। ঘটনার দিন রোববার বিকালে মৃত্যুর কিছুক্ষণ আগেও মেঘা এবং মাহিবীর ইমোতে কথা হয়। ভিডিও কলে কথা বলার সময়ই মেঘা মাহিবীকে জানায়-সে যদি বিয়ে না করে তাহলে এখনই আত্মহত্যা করবে। কথা কাটাকাটির এক পর্যায়ে ভিড়িও কল চালু রেখেই ফ্যানের সাথে ওড়না পেঁছিয়ে ঝুলে পড়ে মেঘা।
পরে মৃত্যুর বিষয়ে মাহিবী ঝালকাঠিতে মেঘার মা রুবিনা আজাদকে মোবাইল ফোনে জানায়। মেঘার মা বিষয়টি ঢাকায় মেঘার বান্ধবী আনিকাকে জানালে আনিকা কয়েকজন বন্ধুবান্ধব নিয়ে কাঁঠালবাগানের বাসায় যায়। সেখানে বাড়ির মালিকের সহায়তায় দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকরা মেঘাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে এসআই সেলিম রেজা বলেন, মেঘার চাচা যে ইউডি মামলা করেছেন তার ভিত্তিতে তদন্ত চলছে। আত্মহত্যার পেছনে কারো প্ররোচনা থাকলে তা তদন্তে বেরিয়ে আসবে। তখন দন্ডবিধির ৩০৬ ধারায় প্ররোচনা দানকারীদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হবে।
এদিকে গত বুধবার ঝালকাঠি শহরের পূর্বচাদকাঠি বিআইপি কলোনির পেছনে মাহিবী হাসানের দোতলা বাড়ির নিচতলায় কলাপসিবল গেটে তালা লাগানো দেখা যায়। নিচতলার ভাড়াটিয়া একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গাজী হায়দার বলেন, আমি আমার দুই বোন নিয়ে নিচতলায় ভাড়া থাকি। বাড়ির মালিক জেলা জজ আদালতের পেশকার মো. নফিসুর রহমান কয়েক বছর আগে মারা গেছেন। তার স্ত্রী সেলিনা বেগম এক ছেলে ও এক মেয়ে নিয়ে দোতলায় থাকেন। শবে বরাতের রাতে তারা কোথায় চলে গেছে আমরা জানি না। ঘটনার পর থেকে মাহিবীর মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।