Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শরিয়ত সম্মত নয়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

নিজের পরিচয়ের ক্ষেত্রে পিতার নাম বাদ দেয়া ইসলাম সম্মত নয় বলে জানিয়েছে পাকিস্তানের ইসলামিক গবেষণা পরিষদ (কাউন্সিল অব ইসলামিক আইডোলজি)। তাতহির ফাতেমা নামে এক পাকিস্তনি কিশোরী নিজের নাম থেকে পিতার নাম বাদ দিয়ে ‘বিনতে পাকিস্তান’ রাখতে চাওয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে পর্যালোচনার পর এ সিদ্ধান্ত দেয় পাকিস্তানের শরিয়া বোর্ড। তাতহির ফাতেমার নাম বিষয়ে সুপ্রিমকোর্টের নির্দেশনার পর মঙ্গলবার এ বিষয়ে পর্যালোচনা বৈঠক করে ইসলামিক গবেষণা কাউন্সিল। সংস্থাটির প্রধান আইয়াজ কিবলাহ এ বিষয়ে নিজেদের পর্যালোচনাটি সুপ্রিমকোর্ট ও মন্ত্রণালয়ে প্রেরণ করেছে।

পর্যালোচনায় বলা হয়, নিজের পিতৃপরিচয় থাকতে অন্য কারো দিকে তা সম্বন্ধিত করা ইসলামে বৈধ নয়। তাই তাতহির ফাতেমার পরিচয়ের ক্ষেত্রে পিতার নাম সরিয়ে ‘পাকিস্তান কন্যা’ রাখা শরিয়তসম্মত নয়। এ ধরনের প্রচেষ্টাকে নিরুৎসাহিত করতেও সুপ্রিমকোর্ট ও সরকারকে অনুরোধ করেছে ইসলামিক গবেষণা কাউন্সিল।
প্রসঙ্গত, গত বছর ২২ বছর বয়সী তাতহির ফাতেমা জন্মনিবন্ধনে তার পিতার নাম বদলাতে সুপ্রিমকোর্টে আবেদন জানান। আবেদনে ফাতেমা সুপ্রিমকোর্টকে জানান, যে ব্যক্তিকে সে কখনও দেখেনি, যে কখনও তার ভরণপোষণ বহন করেনি, তাকে সে পিতা হিসেবে মেনে নেবে না। তাই জন্মনিবন্ধন ও অন্যান্য কাগজপত্রে পিতার নাম বদলিয়ে ‘পাকিস্তান কন্যা’ রাখার আবেদন করেছিল সে। সূত্র: জিয়ো নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ