Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা প্যারোল চাইলে সরকার চাইবে জামিন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৯, ১১:৩১ এএম

স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের নেতা, সাবেক সংসদ সদস্য ও প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশনের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী বলেছেন, বিএনপির দাবি হওয়া উচিত খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি। তাদের পক্ষ থেকে আন্দোলনটা এভাবে আসা উচিত। তখন সরকার অনুনয়, বিনয় করে এসে বলবে, ‘নিঃশর্তটা ছেড়ে উনাকে প্যারোলে মুক্তি দিই।’ কিন্তু আপনি (খালেদা জিয়া) যদি প্যারোল চেয়ে বসেন তাহলে তো শেখ হাসিনা জামিন দিতে চাইবেন। সোমবার রাতে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আইয়ের তৃতীয় মাত্রা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপির রাজনীতির সমালোচনা করে নূরে আলম সিদ্দিকী বলেন, ২০১৪ সালে জাতীয় নির্বাচন বয়কট করে বিএনপি মহা ভুল করেছে। বয়কট করা কিছুটা সমর্থন করা যেত, যুক্তিসঙ্গত ভাবা যেত, যদি বিএনপি দেশব্যাপী একটি সম্যক আন্দোলন সৃষ্টি করতে পারত। কার্যকরী আন্দোলন সৃষ্টি করতে পারত। কিন্তু বিএনপি তা পারেনি। গতবার উনারা নির্বাচনে গেলেন না। এবার নির্বাচনে গিয়ে অল্প কয়টা সিট পেলেন, তার পরও উনারা শপথ নিচ্ছেন না। তর্কের খাতিরে ধরে নেন, উনারা শপথ নেবেন না। এভাবেই কোনো রকমে ঘষামাজা করতে করতে আরেকটা নির্বাচন এসে গেল, তখন বিএনপি কোনো মুখে নির্বাচন করতে যাবে? জনগণ বলবে ভাই, আপনাদের ভোট দিয়ে লাভ কী, আপনারা নির্বাচিত হয়ে তো শপথই নেন না। তাই তাদের এখন সংসদে যাওয়া উচিত। বিএনপির উদ্দেশে নূরে আলম সিদ্দিকী বলেন, সংসদে যান, কথা বলেন, ওয়াকআউট করেন। নির্বাচন অবশ্যই প্রশ্নবিদ্ধ। এই প্রশ্নবিদ্ধ নির্বাচনের মধ্য দিয়েই তো আপনারা নির্বাচিত হয়ে আসছেন। সংসদে গিয়ে শপথ নিয়ে এ কথাগুলো বলেন। সময় না দিলে ওয়াকআউট করেন। বের হয়ে যান, আবার আসেন। কিন্তু আপনারা তা না করে এমনিতেই তাদের জন্য অবারিত দ্বার ছেড়ে দিয়েছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদা জিয়া

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ