Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুঁজিবাজারে কমেছে লেনদেন

প্রকাশের সময় : ২৪ মে, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সূচকের মিশ্র প্রবণতায় শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে লেনদেন। দিনশেষে দুই স্টক এক্সচেঞ্জেই দর বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের। তবে কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে আগের দিনের চেয়ে লেনদেনে কমেছে ৫৫ কোটি বা ১২ দশমিক ৯ শতাংশ। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন কমেছে ৪ কোটি টাকা।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, রোববার দিনশেষে দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১ পয়েন্ট বেড়ে চার হাজার ৩৯৪ পয়েন্টে অবস্থান করছে এবং শরীয়া সূচক ডিএসইএস ৩ পয়েন্ট কমে ১ হাজার ৭৩ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট কমে ১ হাজার ৭১২ পয়েন্টে অবস্থান করছে।
দিনশেষে টাকার অংকে লেনদেন- হয়েছে ৩৬৯ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা গত কার্যদিবসের চেয়ে ৫৫ কোটি টাকা কম। গত কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪২৪ কোটি টাকা। ডিএসইতে ৩০৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৮টির, কমেছে ১৩১টির আর অপরিবর্তিত রয়েছে ৩৯টি প্রতিষ্ঠানের শেয়ারের।
এদিন ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এমজেএল বিডির শেয়ার। এ কোম্পানির ২৩ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা শাহজিবাজার পাওয়ারের ১৩ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১১ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট। লেনদেনে এরপর রয়েছে— ইউনাইটেড পাওয়ার, ডরিন পাওয়ার, গ্রামীণফোন, বেক্সিমকো ফার্মা, বিএসআরএম লিমিটেড, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, এসিআই।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই৩০ সূচক ২৪ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৫০৪ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সার্বিক সূচক সিএসসিএক্স ৬ পয়েন্ট কমে ৮ হাজার ২৩৩ পয়েন্টে, সিএসই৫০ সূচক ১ পয়েন্ট কমে থেকে ৯৯৭ পয়েন্টে এবং সিএএসপিআই ১০ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৫৪০ পয়েন্টে এবং সিএসআই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে ৯৪৫ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে মোট ২২৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ৯৫টির আর অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২২ কোটি টাকা।
সিম পুনঃনিবন্ধনে এবার গ্রামীণফোনের অফার
স্টাফ রিপোর্টার : বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধনে উৎসাহিত করতে এবার অফার ঘোষণা করলো গ্রামীণফোন। পুনঃনিবন্ধনকারী গ্রাহকদের জন্য প্রতি ২০ মিনিটে ১টি করে হ্যান্ডসেট উপহার দিচ্ছে এই মোবাইল ফোন অপারেটর। আগামী ৩১ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টার মধ্যে রেজিস্ট্রেশন করলে এই অফার পাওয়া যাবে। কার্যকরী সময়ে প্রত্যেক ঘণ্টার প্রতি ২০তম মিনিটে প্রথম রি-রেজিস্ট্রেশনকারী গ্রাহককে একটি কোব্র্যান্ডেড ওকাপিয়া স্মার্টফোন দেওয়া হবে। বিজয়ীদের এসএমএস-এর মাধ্যমে জানানো হবে এবং তাদের ১৫ জুলাইয়ের মধ্যে হ্যান্ডসেট সংগ্রহ করতে হবে। এছাড়াও এই সময়ে রি-রেজিস্ট্রেশন সম্পন্নকারী সকল গ্রাহক বিনামূল্যে ২০০ টাকার টকটাইম পাবেন। এই টকটাইম ৭ দিন কার্যকর থাকবে এবং তা শুধু জিপি-জিপি কলের জন্য প্রযোজ্য হবে। এই অফার ২৭ মে পর্যন্ত পাওয়া যাবে। মোবাইল ফোন সিম কার্ড-এর বায়োমেট্রিক রি-রেজিস্ট্রেশনের বর্ধিত সময় আগামী ৩১ শেষ হবে।
তিন কোম্পানির এজিএম ২৬ মে
অর্থনৈতিক রিপোর্টার ঃ পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৬ মে (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। কোম্পানি তিনটি হলো : রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লি:, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেড, ফোনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, রাজধানীর মালিবাগ ইম্পেরিয়াল কনভেনশন সেন্টারে সকাল ১১টায় রূপালী ইন্স্যুরেন্সের এজিএম অনুষ্ঠিত হবে। একই সময়ে ইস্কাটনের ঢাকা লেডিস ক্লাবে ইন্টারন্যাশনাল লিজিংয়ের এজিএম এবং সকাল সাড়ে ১১টায় রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে ফোনিক্স ফাইন্যান্সের এজিএম অনুষ্ঠিত হবে।
৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত বছরে রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লি: শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে। এছাড়াও ইন্টারন্যাশনাল লিজিং সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য নগদ ৫ শতাংশ বোনাস লভ্যাংশ এবং ফোনিক্স ফাইন্যান্স শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা করেছে।
প্রসঙ্গত, এজিএম এ কোম্পানি তিনটির সমাপ্ত অর্থবছরে ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদন হতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুঁজিবাজারে কমেছে লেনদেন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ