Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই হাতের পর এবার দুই পা গেল আজিজের!

মাদক বিক্রিতে বাধা দেয়ার জের

প্রকাশের সময় : ২৪ মে, ২০১৬, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : দুই হাত কেটে নেওয়ার পর দুর্বিষহ জীবন কাটছিল আব্দুল আজিজের। খাওয়াসহ নিত্যকাজ হয়ে পড়ে পরনির্ভর। দুই হাত হারিয়ে কর্মক্ষম আব্দুল আজিজ হয়ে পড়ে অচল। ১৬ বছর পর সন্ত্রাসীরা দুই হাতের পর এবার তার দুই পায়ে কুপিয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামে। আবদুল আজিজকে (৪২) কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আব্দুুল আজিজ কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া গ্রামের ইসাহাক আলীর ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার রাতে তিনি কালীগঞ্জ শহরের আড়পাড়া এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন আব্দুল আজিজ। এ সময় ৪-৫ সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে তার দুই পা কুপিয়ে জখম করে। পথচারীরা উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করেন। এলাকায় মাদক ব্যবসায়ীরা তাকে কুপিয়েছে বলে আব্দুল আজিজ অভিযোগ করেন। তিনি বলেন, ২০০০ সালের ৩১ ডিসেম্বর উপজেলার সিংগী বাজারে চরমপন্থি দলের ক্যাডাররা তার দুই হাত কেটে দেয়। পুলিশকে এক সন্ত্রাসীর ব্যাপারে তথ্য দেওয়ার অপরাধে চরমপন্থিরা তার ওপর হামলা চালায়। হামলার ঘটনার তার বাবা ইসাহক আলী থানায় মামলা করলেও ২০০৩ সালে রাজনৈতিক বিবেচনায় মামলাটি প্রত্যাহার করা হয়। আবদুল আজিজ বলেন, দুই হাত হারিয়ে তিনি পথে বসেন। ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে যায়। স্ত্রী জোছনা বেগম, এক মেয়ে হাজেরা খাতুন ও এক ছেলে বোরাক আলীকে নিয়ে অতিকষ্টের সংসার তার। স্ত্রী জোছনা বেগম বলেন, এভাবে কষ্ট করে কেউ বেঁচে থাকতে পারে না। মামলায় বিচার পেলাম না, দুই হাত হারিয়ে স্বামী কর্ম করার শক্তি হারিয়ে ফেলেছে। এবার দুই পা কুপিয়ে পঙ্গু করে দিল। ছেলে বোরাক আলী বলেন, তার বাবার সব কাজই পরনির্ভর। কখনো তার মা, কখনো সে আবার কখনো তার বোন বাবার কাজ করে দেয়। বাবার কষ্ট দেখে মাঝেমধ্যে গোটা পরিবার মানসিকভাবে ভেঙে পড়ে। এবার সন্ত্রাসীরা বাবার দুই পা কেটে নেওয়ার চেষ্টা করেছে। মাদক বিক্রিকে বাধা দেওয়ায় তার উপর হামলা করা হয় বলে পরিবারটির অভিযোগ। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ উজ্জল কুমার শিকদার জানান, আব্দুল আজিজের দুই পায়ের মাংশপেশী জখম হয়ে প্রচন্ড রক্তক্ষরণ হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মাংস তুলে ফেলা হয়েছে। আমরা পঙ্গুত্বের হাত থেকে রক্ষা চেষ্টা করছি।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন বলেন, এ ব্যাপারে আমাদের কাছে আব্দুর রাজ্জাক অভিযোগ করেননি। রোববার সকাল ১০টার দিকে পুলিশ উদ্যোগ নিয়ে মামলা করেছে এবং আসামীদের গ্রেফতার করার চেষ্টা করছে। হামলার কারণ সম্পর্কে পুলিশ তদন্ত করছে বলেও তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুই হাতের পর এবার দুই পা গেল আজিজের!
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ