Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শবেবরাতে স্বামী-সন্তানের কবর জিয়ারত করেন খালেদা জিয়া

প্রকাশের সময় : ২৪ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : পবিত্র শবেবরাতের রাতে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও ছোট ছেলে আরাফাত রহমান  কোকোর কবর জিয়ারত করেছেন খালেদা জিয়া। মাগরিবের নামাজের পর প্রথমে বনানীতে  কোকোর কবরের পাশে আসেন বিএনপি চেয়ারপার্সন। সেখানে ছেলের কবরের পাশে চেয়ারে বসে তিনি কিছু সময় একান্তে পবিত্র কোরআন তেলাওয়াত করেন।
এরপর তিনি মোনাজাত করেন। এ সময়ে খালেদা জিয়ার বোন সেলিনা ইসলামসহ কোকোর শ্বশুর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
ছোট ছেলের কবর থেকে শেরে বাংলা নগরে শহীদ স্বামী প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন সাবেক এই প্রধানমন্ত্রী।
এই দুই স্থানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র নেতা আ.স.ম হান্নান শাহ, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, আব্দুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, আমানউল্লাহ আমান, মাহবুবউদ্দিন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিকাল থেকে দুই কবরের সামনে জাতীয়তাবাদী উলামা দল কোরআন খতমের ব্যবস্থা করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শবেবরাতে স্বামী-সন্তানের কবর জিয়ারত করেন খালেদা জিয়া
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ