Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবারও প্রতিহত করল প্রকৃতি

প্রকাশের সময় : ২২ মে, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা, বরিশাল থেকে : ১৯৮৮, ১৯৯১ ও ২০০৭-এর সিডরের ভয়াল ঝড়গুলোর মত এবারো বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা মাঝারি মাপের ঘূর্ণিঝড় রোয়ানু’কেও প্রতিহত করল সুন্দরবনসহ উপকূলীয় বনাঞ্চল। রোয়ানু নির্ধারিত সময়ের কিছুটা আগেই গতকাল শেষ রাতে খুলনা-বাগেরহাটের সুন্দরবন উপকূলে প্রথমে আছড়ে পরে। এসময় বাতাসের গতিবেগ ছিল প্রায় ৮০কিলোমিটার। সেখান থেকে ঝড়টি উপকূল ঘেষে ক্রমে পূর্ব উপকূলে এগুতে থাকে। সময় যত গড়াতে থাকে ততই ঝড়টি কুয়াকাটা, কলাপাড়া, হয়ে পটুয়াখালী-ভোলা-লক্ষ্মীপুর-নোয়াখালী হয়ে হাতিয়া ও সন্দ্বীপের মধ্যবর্তি সাগর উপকূল হয়ে স্থলভাগে হামলে পড়ে সন্ধ্যা নাগাদ।
কিন্তু সুন্দরবন রোয়ানুর প্রথম আঘাত প্রতিহত করার পরে দিনভরই এ ঝড়ের তীব্রতা আর এর গতিপথে বাঁধা হয়ে দাঁড়ায় উপকূলীয় বনাঞ্চল। ১৯৬৬ সাল থেকে বিশ্ব ব্যাংকের অর্থায়নসহ বিভিন্ন দাতা দেশ ও সরকারি নিজস্ব অর্থে দেশের উপকূলীয় এলাকায় প্রায় ২লাখ ১০হাজার হেক্টর জমিতে উপকূলীয় বনাঞ্চল গড়ে তোলা হয়েছে। এর মধ্যে প্রায় ১লাখ ৯৯ হাজার লবণাম্বুজ বনসহ অন্যান বনরাজীও রয়েছে। এসব বনাঞ্চল ১৯৭০-এর ঘূর্ণিঝড় হেরিকেন, ১৯৮৮-এর ঝড়Ñজলোচ্ছ্বাস ১৯৯১-এর ২৯ এপ্রিলের ভয়াল ঘূর্ণিঝড়সহ ২০০৭-এর সিডরের তা-বকেও মোকাবেলা করে জানমালের ক্ষতিকে অনেকটাই হ্রাস করতে সক্ষম হয় বলে বিশেষজ্ঞ মহলের দাবি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এবারও প্রতিহত করল প্রকৃতি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ