Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজকের এইচএসসি আলিম ও সমমানের পরীক্ষা পিছিয়েছে

প্রকাশের সময় : ২২ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ঘূর্ণিঝড় রোয়ানু’তে ব্যাপক ক্ষয়-ক্ষতির কারণে আজকের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি গতকাল (শনিবার) জানিয়েছে, এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষায় রোববার (আজ) যে বিষয়গুলোর পরীক্ষা হওয়ার কথা ছিল, সেগুলো নেয়া হবে ২৭ মে শুক্রবার। এর মধ্যে অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল দ্বিতীয় পত্র, লঘু সঙ্গীত (তত্ত্বীয়) দ্বিতীয়পত্র, নাট্যকলা (তত্ত্বীয়) দ্বিতীয়পত্র, অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল দ্বিতীয়পত্র (ডিআইবিএস) বিষয়ের পরীক্ষা হবে ২৭ মে সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত। আর রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র (মানবিক শাখা), ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র (ঐচ্ছিক-১), ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র (ঐচ্ছিক-২), ইতিহাস দ্বিতীয় পত্র, ইতিহাস দ্বিতীয়পত্র (ঐচ্ছিক-১), ইতিহাস দ্বিতীয় পত্র (ঐচ্ছিক-২), গৃহ-ব্যবস্থাপনা ও শিশুবর্ধন এবং পারিবারিক সম্পর্ক (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র পরীক্ষা হবে বেলা আড়াইটা থেকে সাড়ে ৫টা পর্যন্ত। ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. শ্রীকান্ত কুমার চন্দ্র বলেন, “ঘূর্ণিঝড়ে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের বিভিন্ন উপকূলীয় জেলায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান ও পরীক্ষা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এ কারণেই পরীক্ষা পেছানো হয়েছে।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আজকের এইচএসসি আলিম ও সমমানের পরীক্ষা পিছিয়েছে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ