পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে আবার উঠে এলো বাংলাদেশ প্রসঙ্গ। ২০ মে ওই ব্রিফিং করেন জাতিসংঘ মহাসচিব বান কি মুনের মুখপাত্র স্টিফেন ডুজাররিক। তার কাছে একজন সাংবাদিক বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জানতে চান। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের সঙ্গে জাতিসংঘ মহাসচিব বান কি মুন কোন রকম আলোচনার উদ্যোগ নেবেন কিনা জানতে চাওয়া হয়। জবাবে স্টিফেন ডুজারকি বলেন, আপনি যা বলছেন আমি তা শুনেছি। বাংলাদেশ ইস্যুতে আমরা এরই মধ্যে যা বলেছি তার বেশি যোগ করার মতো তথ্য আমার কাছে নেই। এখানে প্রশ্নোত্তর আকারে বাংলাদেশ অংশের ব্রিফিং তুলে ধরা হলোÑপ্রশ্ন: স্টিফেন আপনাকে ধন্যবাদ। আমি বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জানতে চাই। বিশেষ করে ধর্মীয় বেশ কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে। কয়েকজনকে উগ্রপন্থিরা কুপিয়ে হত্যা করেছে। মহাসচিব (বান কি মুন) আবারও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন। বিদ্যমান উগ্রপন্থিদের এই অবস্থার অবসানে বাংলাদেশ সরকারের সঙ্গে কোন আলোচনার জন্য মহাসচিচের যুক্ত হওয়ার উদ্যোগ আছে কিনা? উত্তর: আপনি যা বলেছেন আমি তা শুনেছি। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আমরা এরই মধ্যে যা বলেছি তার সঙ্গে বাড়তি কিছু যোগ করার মতো আমার কাছে নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।