পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : দেশে প্রসবকালীন ফিস্টুলায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। প্রসবজনিত সেবা না পাওয়ায় প্রত্যন্ত অঞ্চলের অবহেলিত নারীরা এই স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত হচ্ছেন। চিকিৎসক ও সেবার অপ্রতুলতা, কোথায় গেলে সঠিক সেবা পেতে পারেন সে তথ্য না জানায় এবং ভুল চিকিৎসার শিকার হয়ে দেশের অনেক নারী ফিস্টুলায় ভুগছেন।
বাংলাদেশে প্রসবজনিত ফিস্টুলায় আক্রান্তদের ওপর সর্বশেষ সমীক্ষা হয়েছিল ২০০৩ সালে। এনজেন্ডারহেলথ্ বাংলাদেশ এই সমীক্ষা পরিচালনা করে। ওই জরিপ অনুযায়ী দেশে প্রসবজনিত ফিস্টুলা আক্রান্তের সংখ্যা ছিল ৭১ হাজার। প্রতি বছর অন্তত দুই হাজার ফিস্টুলায় নতুন করে আক্রান্ত হচ্ছে। প্রতি হাজার বিবাহিত নারীর মধ্যে ১ দশমিক ৭ জন ফিস্টুলায় আক্রান্ত। ফিস্টুলায় আক্রান্তদের ৭৬ শতাংশই অবস্টেট্রিক এবং ২৪ শতাংশ সার্জিক্যাল বা আঘাতজনিত ফিস্টুলায় আক্রান্ত। দেশে প্রতি এক হাজার নারীর মধ্যে প্রায় ১ দশমিক ৬৯ জনই অবস্টেট্রিক ফিস্টুলায় আক্রান্ত। অবস্টেট্রিক ফিস্টুলায় নারীদের যোনিপথ, মূত্রনালি ও পায়ুপথের মধ্যে ক্ষত সৃষ্টি হয়। এতে মানুষের শারীরিক অবস্থার চূড়ান্ত অবনতি ঘটতে পারে। এনজেন্ডারহেলথ্ বাংলাদেশ’র তথ্য মতে, দেশে প্রতি বছর গড়ে সাড়ে পাঁচ থেকে পৌনে ছয়শ’ ফিস্টুলায় আক্রান্ত রোগীর অপারেশন করা হচ্ছে।
জানা গেছে, দেশের সরকারি ও বেসরকারি ১৭টি হাসপাতাল ও সেবা কেন্দ্রে বিনামূল্যে প্রসবজনিত ফিস্টুলায় আক্রান্তদের চিকিৎসা সেবা দেয়া হয়। সংশ্লিষ্টরা বলছেন, ফিস্টুলা বিষয়ে বাংলাদেশে সচেতনতা বাড়লেও, এখনো অনেকেই চিকিৎসকের কাছে যেতে এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করাতে লজ্জা পান। আর সে কারণেই চিকিৎসার সুযোগ পান না অনেকে। অথচ বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে সঠিকভাবে অপারেশন করালে ৮০ শতাংশের বেশি ফিস্টুলা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই প্রেক্ষাপটে ২৩ মে পালিত হবে বিশ্ব ফিস্টুলা সচেতনতা দিবস। এ বছর দিবসের মূল প্রতিপাদ্য ‘এই প্রজন্মেই ফিস্টুলার হোক অবসান’। জাতিসংঘ সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, প্রসবজনিত ফিস্টুলা সম্পর্কে জনসচেতনা বাড়াতে ২৩ মে সারাবিশ্বে প্রতি বছর এই দিবসটি পালিত হয়। নানা আয়োজনে বাংলাদেশেও এই দিবসটি পালিত হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।