পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
আমানত প্রকল্পে গ্রাহকদের বীমা সুবিধা দেওয়ার লক্ষ্যে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লি. সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক চুক্তি স্বাক্ষর করেছে। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ এবং গার্ডিয়ান ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী এম এম মনিরুল আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন। এ সময়ে গার্ডিয়ান ইন্স্যুরেন্সের ডিএমডি মোহাম্মদ সাজ্জাদুল করিম, ব্যাংকের এসইভিপি মো. কামাল উদ্দিন, ইভিপি মোহাম্মদ আসাদুল হক, এসভিপি মো. মোকাদ্দেস আলী ও মো. আবু বায়জীদ শেখ, ভিপি মো. আব্দুল মান্নান, কার্ড ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিউল আজমসহ প্রমুখ উপস্থিত ছিলেন। চুক্তি অনুযায়ী এসবিএসি ব্যাংকের সুরক্ষা মিলিয়নিয়র স্কিম ও সঞ্চয়ী হিসাবধারীরা বীমা সুবিধা পাবেন। দুর্ঘটনাজনিত মৃত্যুতে ৫ লাখ টাকা এবং স্বাভাবিক মৃত্যুতে ৫০ হাজার টাকার ইন্স্যুরেন্স কাভারেজ পাওয়া যাবে, যার প্রিমিয়াম গ্রাহকের হয়ে ব্যাংকই পরিশোধ করবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।