পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নওগাঁ জেলা সংবাদদাতা : নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) জাবেদ আলী বলেছেন, নির্বাচন হবে সকলের চোখের সামনে। ব্যালট বাক্স হবে স্বচ্ছ ও সুন্দর। এখানে কোন রকম গোপনীয়তা থাকবে না। নির্বাচন শেষে সকলের চোখের সামনে ব্যালট বাক্স খোলা হবে। শনিবার বেলা সাড়ে ১১টায় নওগাঁর বদলগাছী উপজেলায় অডিটোরিয়ামে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রাথীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জাবেদ আলী আরো বলেন, সুষ্ঠ সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করতে সকলের সহযোগীতা একান্তকাম্য। নির্বাচন নিয়ে দেশের বিভিন্ন স্থানে সংঘাতে প্রাণহানী হয়েছে। যে প্রাণহানী হয়েছে তা কোন ভাবে পূরণ হবার নয়। তবে এ পর্যন্ত নওগাঁয় অনুষ্ঠিত পাঁচটি উপজেলায় কোন রকম সহিংশতা বা প্রাণহানী ঘটেনি। এ শান্তিপূর্ন নির্বাচনী ধারা রক্ষা করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। তিনি আরো বলেন, প্রার্থী তার আচরন বিধি মেনে ভোটারদের কাছে যাবেন। ভোটার যেমনই হোক না কেন তার মতামতকে প্রাধান্য দিতে হবে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. আমিনুর রহমান। এসময় রাজশাহী অঞ্চল নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার, পুলিশ সুপার মোজাম্মেল বিপিএম, পিপিএম, জেলা নির্বাচন কর্মকর্তা হূমায়ন কবির, বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা হুসেইন শওকত, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামসহ প্রমূখ বক্তব্য রাখেন। এসময় উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য এবং সাধারন সদস্যগণ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জন্য উন্মুক্ত করে দিলে হুমকি-ধামকি, প্রচার-প্রচারনায় বাধা প্রদানসহ একে অপরের বিভিন্ন দোষারোপ তুলে ধরেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।