Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনে পোশাক কারখানায় আগুনে নিহত ২

প্রকাশের সময় : ২২ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশের একটি পোশাক কারখানায় অগ্নিকা-ে অন্তত দু’জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও চারজন। গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে হেনানের রাজধানী শহর ঝেংঝৌর ওই কারখানাটিতে এ অগ্নিকা- হয়। তবে বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় ফায়ার সার্ভিসের একজন মুখপাত্র জানান, ছয়তলা ভবনের কারখানাটির একেবারে ওপর তলায় অগ্নিকা-ের সূত্রপাত হয়। এরপর তা মুহূর্তেই অন্যান্য তলায় ছড়িয়ে পড়ে। প্রায় আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। অগ্নিকা-ের পর কারখানা থেকে দুইটি দগ্ধ লাশ উদ্ধার করা হয়। চারজনকে উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে। সূত্র: বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীনে পোশাক কারখানায় আগুনে নিহত ২
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ