Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাজার নয়িন্ত্রণে শগিগরিই সাঁড়াশি অভযিান

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৯, ১২:০৩ এএম

পবত্রি রমজান মাসে নত্যিপণ্যরে দাম সহনীয় র্পযায়ে রাখতে সাঁড়াশি অভযিান শুরু করছেে জাতীয় ভোক্তা অধকিার সংরক্ষণ অধদিফতর। পাইকারি বাজারে এ অভযিান শুরু হয়ছে।ে র্পযায়ক্রমে অন্যান্য খুচরা বাজারে অভযিান চলব।ে অভযিানে প্রথমে পাইকারি ব্যবসায়ীদরে সর্তক করা হচ্ছ।ে নর্দিশেনা না মানলে জলে-জরমিানাসহ ব্যবসাপ্রতষ্ঠিান বন্ধ করে দয়ো হব।ে
অভযিানরে নতেৃত্ব দনে অধদিফতররে ঢাকা বভিাগীয় র্কাযালয়রে উপ-পরচিালক (উপ-সচবি) মনজুর মোহাম্মদ শাহরয়িার। সঙ্গে ছলিনে অধদিফতররে ঢাকা জলো অফসিরে সহকারী পরচিালক আব্দুল জব্বার মন্ডল, ঢাকা বভিাগীয় র্কাযালয়রে সহকারী পরচিালক ফাহমনিা আক্তার, রজবী নাহার রজনী ও জান্নাতুল ফরেদাউস। বাজার অভযিানরে র্সাবকি সহযোগতিা করে র্আমড পুলশি ব্যাটালয়িনরে (এপবিএিন) ১ ও ১১ এর সদস্যরা।
অভযিান প্রসঙ্গে অধদিফতররে উপ-পরচিালক মনজুর মোহাম্মদ শাহরয়িার বলনে, প্রতি বছরই রমজান মাসে চাহদিা বশেি থাকায় নত্যিপ্রয়োজনীয় পণ্যরে দাম বড়েে যায়। এর মধ্যে অন্যতম ছোলা, ডাল, তলে, পঁেয়াজ, চনিি ও খঁেজুরসহ কয়কেটি পণ্য। এসব পণ্যরে দাম সহনীয় র্পযায়ে রাখতে ঢাকাসহ বভিন্নি জলোর মলি, আড়ত ও পাইকারি খুচরা বাজারে অভযিান চালানোর উদ্যোগ নয়িছেে অধদিফতর।
তনিি বলনে, এসবরে অংশ হসিবেে বৃহষ্পতবিার রাজধানীর পুরান ঢাকার শ্যামবাজারে অভযিান চালানো হয়। বাজারে বশেরিভাগ প্রতষ্ঠিানে ভোক্তা আইন অনুযায়ী মূল্যতালকিা ছলি না। প্রথমদনি পাইকারি ব্যবসায়ী ও তাদরে নতোদরে ডকেে সর্তক করা হয়। তারা ভোক্তা অধকিার সংরক্ষণ আইন-২০০৯ এর বভিন্নি ধারা লঙ্ঘন করছ।ে এটি তাদরে দখেয়িছে।ি
মনজুর মোহাম্মদ শাহরয়িার বলনে, তাদরে সংশোধনরে জন্য আগামী এক সপ্তাহ (৯ এপ্রলি র্পযন্ত) সময় দয়িছে।ি নর্দিশেনা না মানলে তাদরে বরিুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নয়ো হব।ে আইনে জলে-জরমিানাসহ ব্যবসাপ্রতষ্ঠিান বন্ধ করে দয়োর বধিান রয়ছে।ে
ভোক্তা অধদিফতররে এ র্কমর্কতা বলনে, অভযিান শুরু হয়ছে।ে প্রতদিনি র্পযায়ক্রমে রাজধানীর অন্যান্য পাইকার,ি খুচরা বাজারসহ বভিন্নি এলাকায় অভযিান চালানো হব।ে
রমজান মাস আসতে আরও এক মাসরে বশেি বাক।ি এত আগে অভযিান কনে জানতে চাইলে অধদিফতররে উপ-পরচিালক বলনে, খুচরা ব্যবসায়ীরা পাইকারি বাজার ও আড়ত থকেে পণ্য নয়িে বক্রিি কর।ে এখন যদি পাইকারি বাজারে দাম বাড়ানোর কারসাজি বন্ধ করা যায় তাহলে খুচরা বাজারে দাম বাড়বে না। খুচরা বাজারে দাম না বাড়লে রমজান মাসে পণ্যরে দাম সহনীয় র্পযায় রাখা সম্ভব হব।ে এক মাস আগইে অভযিান চালানো হচ্ছ।ে
আমরা আশা করবো পণ্যরে দাম নয়িন্ত্রণে কাজ কর-ে এমন সংস্থা ও বাহনিীও এখন থকেইে অভযিান পরচিালনা করব।ে আমরা যদি সবাই একসঙ্গে কাজ করি তাহলে অতি মুনাফালোভী ব্যবসায়ীরা সুযোগ নতিে পারবে না।
এদকিে আসন্ন রোজার মাসে নত্যিপণ্যরে দাম না বাড়াতে ব্যবসায়ীদরে প্রতি আহŸান জানয়িছেনে প্রধানমন্ত্রী শখে হাসনিা। গত বুধবার কয়কেটি র্অথনতৈকি অঞ্চল র্কতৃপক্ষরে সঙ্গে ভডিওি কনফারন্সেে এই আহŸান জানান তনি।ি ব্যবসায়ীদরে উদ্দশ্যে করে প্রধানমন্ত্রী বলনে, আগামী রোজায় চনি,ি ডাল, ছোলার সমস্যা যনে না হয়। রমজানে দাম যনে বৃদ্ধি না পায় সদেকিে খয়োল রাখবনে। ব্যবসায়ীরা জানান, র্পযাপ্ত সরবরাহ ও দাম কম থাকায় এবার রমজানে পঁেয়াজ, আদা, রসুন, আলুসহ নত্যিপ্রয়োজনীয় কৃষপিণ্যে সমস্য হবে না। দামও বাড়বে না।
শ্যামবাজার কৃষপিণ্য আড়ত বণকি সমতিরি সভাপতি হাজি মো. সাঈদ বলনে, এবার এখন র্পযন্ত পঁেয়াজরে দাম বাড়নে।ি সরবরাহও র্পযাপ্ত রয়ছে।ে আশা করছি রমজানে পঁেয়াজ, আদা, রসুনে কোনো সমস্যা হবে না। তবে র্দুযােগ কাউকে বল-েকয়ে আসে না। যদি কোনো র্দুযােগ বা আমদানি সরবরাহতে সমস্যা না হয় আশা করছি পণ্যরে দাম সহনীয় র্পযায়ে থাকব।ে
ভোক্তার অভযিান প্রসঙ্গে ব্যবসায়ী এ নতো বলনে, তারা বাজার তদারকি করছ।ে এখানে কয়কেটি প্রতষ্ঠিানে মূল্য তালকিা ছলি না বলে তারা অভযিোগ করছে।ে আমরা তাদরে আশ্বাস দয়িছেি সবাই মূল্য তালকিা রাখব।ে এ বষিয়ে অধদিফতররে র্কমর্কতারা আগামী মঙ্গলবার ব্যবসায়ীদরে সঙ্গে বসব।ে
অন্যদকি,ে সরকারি সংস্থা ট্রডেংি র্কপােরশেন অব বাংলাদশেরে (টসিবি)ি হসিাব,ে এক মাসে পঁেয়াজরে দাম ১০ শতাংশ বাড়লওে আমদানি পঁেয়াজরে দাম অপরর্বিততি রয়ছে।ে সংস্থাটরি তথ্য অনুযায়ী, র্সবশষে ৩ এপ্রলি প্রতকিজেি দশেি পঁেয়াজরে বক্রিি হচ্ছে ২২-৩০ টাকা ও আমদানি পঁেয়াজ ২২-২৫ টাকা। এক মাস আগে দাম ছলি দশেি পঁেয়াজ ২২-২৫ টাকা আর আমদানি পঁেয়াজরে ২২-২৫ টাকা। এ ছাড়া দশেি রসুন বক্রিি হচ্ছে ৫০-৭০ টাকা ও আমদানি রসুন ১০০-১১০ টাকা। আর আদা মানভদেে বক্রিি হচ্ছে ৯০ থকেে ১২০ টাকা।####

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাঁড়াশি অভযিান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ