Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রতিটি ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে চাই : সাংবাদিকদের রীভা গাঙ্গুলী

কূটনৈতিক সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

বাংলাদেশ ও ভারতের প্রতিটি ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে চান বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ। এছাড়া রোহিঙ্গাদের জন্য ভারতের মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করেন ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী।
বৈঠক শেষে ভারতীয় হাইকমিশনার বলেন, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এটা আমার প্রথম বৈঠক। আমরা পারস্পরিক প্রতিবেশী দেশ। আমাদের মধ্যে গভীর ও চমৎকার সম্পর্ক রয়েছে। বাংলাদেশ ও ভারতের প্রতিটি ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে চাই। তিনি বলেন, বৈঠকে দু›দেশের মানুষে মানুষে যোগাযোগ, কানেক্টিভিটি, বিদ্যুৎ উৎপাদনে সহযোগিতা, ক্রেডিট লাইনসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। এক প্রশ্নের উত্তরে ভারতীয় হাইকমিশনার বলেন, রোহিঙ্গাদের জন্য ভারতের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।
এদিকে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন সাংবাদিকদের জানান, দু’দেশের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে। আমরা এই সম্পর্ক আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের আসন্ন নির্বাচনে সরকার পরিবর্তন হলেও দু›দেশের সম্পর্ক অটুট থাকবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ