পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার
মায়ের নামে লাইসেন্সকৃত পিস্তল, ৪৩ রাউন্ড গুলি ও তিন তরুণীকে নিয়ে একটি রিসোর্টে হাতেনাতে আটক হয়েছে সাতক্ষীরার সংরক্ষিত মহিলা আসনের এমপি রিফাত আমিনের ছেলে সাফায়াত সরোয়ার রুমন। বৃহস্পতিবার রাতে শ্যামনগরের সুন্দরবন সংলগ্ন একটি রিসোর্টে ওঠেন এমপি পুত্র রুমন। সাথে তিন তরুণীও। রুমনের কাছে তখন গুলি ভর্তি পিস্তল। মাদকাসক্ত রুমন জাতীয় সংসদের স্টিকার সাঁটা মায়ের জিপ নিয়ে রিসোর্টে এলে কর্মচারীরা কোনো প্রতিবাদ করার সাহস করেনি।
রাত সাড়ে ১০টা পর্যন্ত দীর্ঘ সময় ধরে তিন তরুণীকে নিয়ে রুদ্ধদ্বার কক্ষে থাকায় তারা ব্রিবতকর অবস্থায় পড়ে। একপর্যায়ে পুলিশে খবর পেয়ে রুমন ও তার তিন নারী সঙ্গীকে অস্ত্রসহ শ্যামনগর থানায় আটক করে নিয়ে আসে। এ সময় তার কাছে ৪৩ রাউন্ড গুলি পাওয়া যায় বলে জানায় পুলিশ। একই সময়ে জাতীয় সংসদের স্টিকার লাগানো তার মায়ের ব্যবহৃত জিপটিও পুলিশ হেফাজতে নেয়। খবর পেয়ে এমপি রিফাত আমিন শ্যামনগর থানায় ছুটে যান। তিনি ছেলেকে মুক্ত করানোর সব ধরনের কৌশল অবলম্বন করেও ব্যর্থ হন। রিসোর্ট বয়রা জানায়, রুমন কেবলই ফাই ফরমাস করছিল। আর বিনা কারণে বকাবকি করছিল।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, রুমনকে অস্বাভাবিক অবস্থায় বরসা রিসোর্টের কক্ষ থেকে তিন নারী ও অস্ত্র গুলি এবং গাড়িসহ রাতেই থানায় নিয়ে আসা হয়। এ সময় সে পুলিশের ওপর বার বার চড়াও হতে থাকে। এক পর্যায়ে তার মা এমপি রিফাত আমিনও ছেলেকে নিয়ে যাবার জন্য থানায় আসেন।
তিনি আরো জানান, তার বিরুদ্ধে অস্ত্র আইন, মটরযান আইনসহ গাড়িতে এমপির স্টিকার লাগানোর অপরাধে শ্যামনগর থানায় মামলা হয়েছে (যার নম্বর-৩৩, তাং-১৯.০৫.১৬)।
এ ব্যাপারে জানতে চাইলে এমপি মিসেস রিফাত আমিন বলেন, ‘বিষয়টি তেমন কিছু না। রাতে শ্যামনগরের রিসোর্টে যাবার সময় আমার ছেলে একটু বেগে গাড়ি চালানোয় পুলিশ সিগন্যাল দেয়। না থামানোয় পুলিশ পরে রিসোর্টে যেয়ে গাড়িটি সংসদ সদস্যের দেখতে পেরে বিব্রতকর অবস্থায় পড়ে। গাড়িতে থাকা পিস্তলটি আমার নামে লাইসেন্সকৃত। ভুলবশতঃ আমি সেটা গাড়িতে রেখে বাসায় নেমে যাই। এসব নিয়ে অহেতুক ভুল বুঝাবুঝি হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।