Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশেষায়িত হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা দাবি মির্জা ফখরুলের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৯, ১২:০৩ এএম

অসুস্থ অবস্থায় কারাবন্দি থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়ার দাবি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তিনি (খালেদা জিয়া) এতই অসুস্থ হয়ে পড়েছেন যে, তাকে দ্রুত হসপিটালাইজড না করলে অনেক রকম সমস্যা তৈরি হতে পারত।
আমরা বার বার করে বলছি যে তাকে উন্নত চিকিসার জন্য বিশেষায়িত হাসপাতালে পাঠানো হোক। সেখানেই সিদ্ধান্ত নেওয়া যেতে পারে যে তার টিট্রমেন্টটা কীভাবে হবে। গতকাল (সোমবার) দুপুরে বেগম খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসার জন্য নিয়ে আসার পর কেবিন ব্লকের বাইরে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আমরা আশা করব, সরকার চেষ্টা করবেন এখানে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া যেন সম্ভব হয়। তাকে চিকিৎসা দেওয়ার জন্য ভালো পরিবেশ যেন তৈরি করা হয়। আমরা আগেও বলেছি, এখানে তাকে যেন এমনভাবে রাখা না হয় যাতে তিনি আবারও মনে করেন যে বন্দি অবস্থায় তার চিকিৎসা হচ্ছে। এ কথাটাই আমরা বার বার বলেছি, তাকে একটি বিশেষায়িত হাসপাতালে নেওয়া হোক।
বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আমরা উদ্বিগ্ন। তিনি অত্যন্ত অসুস্থ, তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা দরকার, তাই আনা হয়েছে। তিনি বলেন, বেগম জিয়াকে সম্পূর্ণ অন্যায় ও বেআইনিভাবে কারাগারে আটকে রাখা হয়েছে। তিনি সেখানে খুবই অসুস্থ হয়ে পড়েছেন। এর আগেরবার যখন তাকে এখান থেকে (বিএসএমএমইউ) ছাড়পত্র ছাড়াই কারাগারে নেয়া হয়েছে। তারপর থেকে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়নি এবং কর্তৃপক্ষও সেখানে যাননি। প্রায় ৪ মাস পরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার পর চিকিৎসকরা তার রক্ত পরীক্ষা করতে যায়, সেই রক্ত পরীক্ষার প্রায় ১ মাস পরে আজ তাকে হাসপাতালে আনা হলো।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা এ কথা বারবার বলেছি তিনি এ হাসপাতালে আসতে চান না। তিনি মনে করেন, এখানে (বিএসএমএমইউ) তার যথাযথ চিকিৎসা হয় না। আমরা তাই বারবার ম্যাডামকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেয়ার দাবি জানিয়ে এসেছি। কিন্তু সরকার আমাদের কথায় কোনো কর্ণপাত করেনি। আমরা খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে অত্যন্ত উদ্বিগ্ন, শংকিত তাই দাবি করছি তাকে অবিলম্বে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেয়া হোক। সেখানে সিদ্ধান্ত নেয়া যেতে পারে তার চিকিৎসা কীভাবে হচ্ছে।
আদালতের নির্দেশে খালেদা জিয়ার চিকিৎসার জন্য যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, সে বিষয়ে এক প্রশ্নে মির্জা ফখরুল বলেন, আদালতের নির্দেশনা আছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিসকদের সঙ্গে পরামর্শ করেই যেন তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। আমরা দাবি করব, এটা যেন করা হয়।
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদা জিয়া

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ