Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্যাকেজের পুরো টাকা যোগাতে হিমশিম খাচ্ছে হজযাত্রীরা

প্রকাশের সময় : ২১ মে, ২০১৬, ১২:০০ এএম

৩০ মে’র মধ্যে নিবন্ধন সম্পন্ন নিয়ে অনিশ্চয়তা!
শামসুল ইসলাম  : হজ প্যাকেজের পুরো টাকা যোগাতে হিমশিম খাচ্ছে হজযাত্রীরা। প্যাকেজের পুরো টাকা আগামী ৩০ মে’র মধ্যে হজ এজেন্সি’র স্ব-স্ব ব্যাংক একাউন্টে জমা দেয়া না হলে হজের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করা সম্ভব হবে না। সরকার ৩০ মে’র মধ্যে জমাকৃত মুয়াল্লেম ফি বাদে হজ প্যাকেজের পুরো টাকা জমা দেয়ার সময় সীমা বেঁধে দিয়েছে। উল্লেখিত তারিখের মধ্যে পুরো টাকা জমা দিতে না পারলে প্রাক-নিবন্ধন সম্পন্নকারী হজযাত্রীদের চলতি বছর হজে যাওয়ার পিলগ্রিম আইডি সংগ্রহ করা সম্ভব হবে না। তবে এসব হজযাত্রী আগামী বছর ২০১৭ সালে অগ্রাধিকার ভিত্তিতে হজে যাওয়ার সুযোগ পাবেন। চলতি বছর হজে গমনের কোটার চেয়ে প্রায় ৪০ হাজার অতিরিক্ত হজযাত্রী প্রাক-নিবন্ধন সম্পন্ন করেছে। ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান সম্প্রতি এক চিঠিতে আরো অতিরিক্ত ১০ হাজার হজযাত্রী’র কোটা চেয়ে সউদী হজ ও ওমরাহ মন্ত্রী’র কাছে আবেদন জানিয়েছেন।  গত ১৬ মে থেকে ধর্ম মন্ত্রণালয়ের নিযুক্ত আইটি বিজনেস অটোমেশন লিমিটেড প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন কার্যক্রম শুরু করেছে। তবে হজ প্যাকেজের পুরো টাকা ব্যাংকে জমা না হওয়ায় নিবন্ধনের সংখ্যা খুবই কম। বিদেশে আত্মীয়-স্বজনের কাছ থেকে হজের টাকা না পাওয়ায় এবং অনেকেই জমির ফসলাদি বিক্রি করতে না পারায় প্যাকেজের পুরো টাকা এখনো হজ এজেন্সি’র একাউন্টে জমা দিতে পারেনি। প্রতি বছর অধিকাংশ হজযাত্রী মাহে রমজানের মধ্যে হজের পুরো টাকা জমা দিয়ে থাকেন। অনেক সরকারী অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী এবং অবসরপ্রাপ্ত শিক্ষকরা হজে যাওয়ার জন্য প্রাক-নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করলেও তাদের পেনশনের পাওনাদি এখনো হাতে বুঝে পায়নি। ফলে অপেক্ষমাণ এসব হজযাত্রী প্যাকেজের পুরো টাকা এখনো পরিশোধ করতে না পেরে চরম হতাশায় রয়েছেন।
এবারই সউদী সরকারের ই-হজ সিস্টেম অনুযায়ী হজযাত্রীদের প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। সরকারী ব্যবস্থাপনায় ৩০ হাজার মুয়াল্লেম ফি এবং বেসরকারী ব্যবস্থাপনায় মুয়াল্লেম ফি ৩০ হাজার ৭শ’ ৫২ টাকা জমা দিয়ে ইতিমধ্যেই হজযাত্রীদের প্রাক-নিবন্ধন সম্পন্ন হয়েছে। সরকারী ব্যবস্থাপনায় দু’টি ক্যাটাগরীতে হজ প্যাকেজ নির্ধারিত করা হয়েছে। প্রথম প্যাকেজ জন প্রতি ৩ লাখ ৬০ হাজার ২৮ টাকা এবং দ্বিতীয় প্যাকেজ ৩ লাখ ৪ হাজার ৯শ’৩ টাকা  নির্ধারণ করা হয়েছে। বেসরকারী সর্বনিম্ন প্যাকেজ জনপ্রতি ৩ লাখ ৪ হাজার ৯শ’ ৩ টাকা নির্ধারণ করা হয়েছে।  যিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ সেপ্টেম্বর পবিত্র হজ অনুষ্ঠিত হবার কথা রয়েছে। হজযাত্রীদের সম্ভাব্য প্রথম হজ ফ্লাইট ১ আগষ্ট শুরু হবে। সউদী-বাংলাদেশ দ্বি-পাক্ষিক হজ চুক্তি অনুযায়ী এবার সরকার ও বেসরকারী ১ লাখ ১ হাজার ৭শ’ ৫৮জন হজযাত্রী হজে যেতে পারবেন। এর মধ্যে সরকারী ব্যবস্থাপনায় ১০ হাজার কোটা বাকি সব বেসরকারী ব্যবস্থাপনায় হজে যাবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্যাকেজের পুরো টাকা যোগাতে হিমশিম খাচ্ছে হজযাত্রীরা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ