পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. গোলাম ফারুক এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর অঙ্গপ্রতিষ্ঠান আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লি.-এর সিইও (অতিরিক্ত দায়িত্ব) মো. সোহেল রহমান রোববার (৩১ মার্চ) ব্যাংকের প্রধান কার্যালয়ে আইপিও এর জন্য ইস্যু ম্যানেজমেন্ট চুক্তি স্বাক্ষর করেন। এর মাধ্যমে এসবিএসি ব্যাংক পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টকে ইস্যু ম্যানেজার হিসেবে নিয়োগ দিল। এ সময়ে ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন, নির্বাহী কমিটির চেয়ারম্যান ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন, আইসিবির ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হক, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের ডেপুটি সিইও সুলতান আহমেদ, ব্যাংকের পরিচালক ড. সৈয়দ হাফিজুর রহমান, কোম্পানি সেক্রেটারি মো. মোকাদ্দেস আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।