Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২২ তলা ভবনে মাত্র তিন ফুটের সিঁড়ি!

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৯, ১২:২৫ এএম


রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউর ১৭ নম্বর রোডের ২২ তলা এফআর টাওয়ারের সিঁড়ির প্রশস্ততা মাত্র তিন ফুট। এত বড় ভবনে এত সরু সিড়ি নিয়ে জনপ্রতিনিধিসহ স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। সবার কাছেই প্রশ্নÑএত বড় ভবনের এত সরু সিড়ি হয় কিভাবে?
এ বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেন, এত বড় বড় ভবনে ওঠা-নামার জন্য মাত্র ৩৬ ইঞ্চি আয়তনের সিড়ি থাকবে তা কিছুতেই মেনে নেয়া যায় না। এখন থেকে প্রতিটি ভবনকে যথাযথ কমপ্লায়েন্স হতে হবে। গতকাল ঘটনাস্থলে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সঙ্গে এফআর টাওয়ারে অগ্নিকাÐ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, বনানীর মতো অভিজাত এলাকা যথাযথ নির্মাণ নীতিমালা মেনে বহুতল ভবন নির্মাণ না করার বিষয়টি মেনে যায়না। বিষয়টি খুবই দুঃখজনক। এখন থেকেই ঢাকা শহরের সবগুলো ভবন ফায়ার কোডের মধ্যে আনার ওপরে তিনি গুরুত্বারোপ করেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিঁড়ি!
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ