পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন বলেছেন, বিচারক ও আইনজীবীদের মূল্যবোধ একই। এই মূল্যবোধ থেকে আমাদের সরিয়ে নেয়ার চেষ্টা করা হচ্ছে। তাই স্বাধীন বিচার বিভাগ না থাকলে আমরা কেউ নিরাপদ থাকবো না। গতকাল (বৃহস্পতিবার) দুপুরে হাইকোর্টে একটি মামলার শুনানি শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ড. কামাল হোসেন বলেন, নারায়ণগঞ্জের স্কুল শিক্ষককে কান ধরে উঠ-বস করানো সভ্য সমাজ ও সাংবিধানিক আইনের শাসনের পরিপন্থি। তিনি বলেন, সংবিধানেই বলা আছে, কাউকে কোনো লাঞ্ছনাকর দ- দেয়া যাবে না। কিন্তু শিক্ষককে প্রকাশ্যে ছাত্র ও জনতার সামনে কান ধরে উঠ-বস করানো জাতির জন্য লজ্জাকর।
কামাল হোসেন বলেন, কেউ কোনো অপরাধ করলে তার বিচারের জন্য দেশে আইন আছে। এই আইনে তার বিচার হয়। অভিযোগ পাওয়া গেলে চার্জশিট দেয়া হয়। এরপর বিচারের বিষয়টি আসে। কিন্তু এই শিক্ষককে বিনা বিচারে লাঞ্ছনাকর দ- দেয়া হয়েছে। আইন অনুযায়ী এই ধরনের দ- কাউকে দেয়া যায় না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।