পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৯ উপলক্ষে ৩২ ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে রূপালী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মনজুর হোসেনের নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এ সময় ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক বেলায়েত হোসেন, মহাব্যবস্থাপক মো. কাইসুল হক, অরুণ কান্তি পাল, মো. শফিকুল ইসলাম, আবুল খায়ের ও খান ইকবাল হোসেনসহ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়নসহ (সিবিএ) ব্যাংকের বিভিন্ন সংঘঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। এর আগে ব্যাংকের প্রধান কার্যালয়ে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতেও শ্রদ্ধা জানায় ব্যাংক কর্তৃপক্ষ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।