পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সাদিক মামুন, কুমিল্লা থেকে : দেশব্যাপী আলোচিত তনু হত্যার দ্বিতীয় ময়নাতদন্ত রিপোর্ট দেয়ার সিদ্ধান্ত পেছালো। দ্বিতীয় ময়নাতদন্তের তিন সদস্যের মেডিকেল বোর্ড গতকাল বৃহস্পতিবার রিপোর্ট দেয়ার বিষয়ে বৈঠকে বসার কথা ছিল। কিন্তু অজ্ঞাত কারণে বৈঠক হয়নি। মেডিকেল বোর্ডের এ বৈঠক পরবর্তী কার্যদিবসে অনুষ্ঠিত হবার সম্ভাবনা রয়েছে। আর ওইসময় বোর্ড সিদ্ধান্ত নেবে ডিএনএ টেস্ট রিপোর্টের কাগজপত্র ছাড়া বা কাগজপত্র পেলে কবে নাগাদ রিপোর্ট দেবে আলোচিত সমালোচিত ডা. কে.পি সাহার নেতৃত্বাধীন মেডিকেল বোর্ড।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী ও ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সদস্য সোহাগী জাহান তনু হত্যা মামলা এখন সিআইডি ও কুমিল্লা মেডিকেল কলেজ ফরেনসিক বিভাগের চিঠি চালাচালিতে রূপ নিয়েছে। তবে ফরেনসিক বিভাগের চিঠি নিয়ে সিআইডি ততোটা উৎসাহী নন। তনুর লাশ, কাপড় ও তার অন্তর্বাস থেকে নেয়া ডিএনএ আলামতে তিন ধর্ষকের বীর্য সম্বলিত রিপোর্ট সিআইডি পাবার পর ধর্ষক চিহ্নিতের কাজে ব্যস্ত হয়ে পড়েছে মামলার তদন্ত সহায়ক দল। আর এমনি সময়ে ডিএনএ রিপোর্ট পাবার জন্য মরিয়া হয়ে উঠেছে তনুর দ্বিতীয় ময়নাতদন্তকারী মেডিকেল বোর্ড। এবিষয়ে তনু হত্যা মামলার তদন্ত সহায়ক দলের অন্যতম সদস্য কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের সিআইডির বিশেষ পুলিশ সুপার ড. নাজমুল করীম খান বলেছেন, দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট দেয়ার আগে ডিএনএ টেস্ট রিপোর্টের কপি কোনভাবেই মেডিকেল বোর্ডের প্রধান ডা. কে.পি সাহা চাইতে পারেন না। কেননা ডিএনএ রিপোর্টের সাথে ময়নাতদন্ত রিপোর্টের এমন কোন সম্পর্কিত বিষয় নেই যা দ্বিতীয় ময়নাতদন্ত রিপোর্ট দেয়ার ক্ষেত্রে আটকে আছে। অযথা তিনি সময়ক্ষেপণ করে রহস্যের জন্ম দিচ্ছেন। তারপরও আমরা কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগকে জানিয়েছি আদালত থেকে আইনি প্রক্রিয়া সম্পূর্ণের মাধ্যমে ডিএনএ রিপোর্ট নিতে হবে।
এদিকে দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট দেয়ার ক্ষেত্রে তনুর ডিএনএ টেস্ট রিপোর্ট কেন প্রয়োজন গণমাধ্যম প্রতিনিধিদের এমন প্রশ্নের জবাবে ডা.কে,পি সাহা বলেছেন, প্রথম ময়নাতদন্তে খুনের কারণ ও ধর্ষণের আলামত পাওয়া যায়নি। কিন্তু সিআইডি তনুর ডিএনএ টেস্টে যেহেতু ধর্ষণের আলামত পেয়েছে তাই ডিএনএ রিপোর্ট দ্বিতীয় ময়নাতদন্ত রিপোর্টের ক্ষেত্রে সহায়ক হবে বলে মনে করেই তা চাওয়া হয়েছে। সিআইডি থেকে বলা হয়েছে ডিএনএ রিপোর্ট যাতে আদালতের মাধ্যমে নেয়া হয়। দ্বিতীয় ময়নাতদন্ত রিপোর্টের বিষয়ে আজ (বৃহস্পতিবার) মেডিকেল বোর্ডের বৈঠকের কথা ছিল। কিন্তু তা হয়নি। রোববার বা পরবর্তী কার্যদিবসে বৈঠক করে দ্বিতীয় ময়নাতদন্ত রিপোর্টের বিষয়ে সিদ্ধান্ত নেবো।
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রী সোহাগী জাহান তনুর লাশ গত ২০ মার্চ রাত ১০টার দিকে তার বাড়ির কাছাকাছি কুমিল্লা সেনানিবাসের আবাসিক এলাকা পাওয়ার হাউজের ঝোঁপ থেকে তার বাবা ইয়ার হোসেন, প্রতিবেশি এক শিক্ষকসহ উদ্ধার করেন। ২১ মার্চ ময়না তদন্ত শেষে তনুকে তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরের মির্জাপুরে দাফন করা হয়। কুমিল্লা মেডিকেল কলেজ ফরেনসিক বিভাগের প্রভাষক ডা, শারমিন সুলতানা প্রথম ময়না তদন্তের রিপোর্টে উল্লেখ করেন ধর্ষণের আলামত ও মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নেই। ৩০ মার্চ দ্বিতীয় ময়নাতদন্তের জন্য তনুর লাশ কবর থেকে উত্তোলন করা হয়। প্রায় ৫০ দিন গড়ালেও দ্বিতীয় ময়নাতদন্ত রিপোর্ট দেয়ার নামে কুমিল্লা মেডিকেল কলেজ ফরেনসিক বিভাগের প্রধান ডা. কে.পি সাহার নেতৃত্বাধীন তিন সদস্যের মেডিকেল বোর্ডের গড়িমসি নতুন করে তনু হত্যা মামলা নিয়ে রহস্যের জন্ম দিচ্ছে। দ্বিতীয় ময়নাতদন্ত রিপোর্ট দিতে পর্যাপ্ত সময়ক্ষেপণের কারণে কুমিল্লা মেডিকেল কলেজ চিকিৎসকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। ক্ষুব্ধ চিকিৎসকরা জানান, সোশ্যাল মিডিয়ার বদৌলতে বিশ্বব্যাপী আলোচিত হত্যাকা- সোহাগী জাহান তনুর দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট যথাসময়ে না দিয়ে এভাবে সমালোচিত হওয়ার কোন দরকার ছিল না ডা. কামদা প্রসাদ সাহার (কে.পি সাহা)। উনি কি কারণে এমনটি করছেন তা কারোরই বোধগম্য নয়। তার এরকম আচরণে মেডিকেল বোর্ডের অন্য সদস্যরাও বিব্রতবোধ করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।